FIFA World Cup 22: সাম্বার ছন্দেই ফুটবল খেললো ব্রাজিল, তবে নেইমারের চোটে শঙ্কায় সেলেকাওরা

ইনজুরিতে পড়েছেন দলের প্রধান খেলোয়াড় নেইমার। ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। ৭৭ মিনিটের মাথায় সার্ব ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার।
আঘাত পেয়ে মাঠেই পড়ে নেইমার, গোলের পর উচ্ছ্বাস রিচার্লিসনের
আঘাত পেয়ে মাঠেই পড়ে নেইমার, গোলের পর উচ্ছ্বাস রিচার্লিসনেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সাধারণ জয় নয়, সাম্বার ছন্দের মতোই মসৃণ ফুটবল খেলে 'মিশন হেক্সা' শুরু করেছে ব্রাজিল। পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত ফুটবল উপহার দিল সেলেকাওরা। মন ভরলো ফুটবল ভক্তদের। সার্বিয়ার জালে এদিন দুটি গোলই জড়িয়েছেন টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার রিচার্লিসন। ৭৩ মিনিটের মাথায় বাই সাইকেল কিকে করা তাঁর গোল দর্শকদের চোখে লেগে থাকবে অনেকদিন।

সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় এলেও ব্রাজিল শিবির অবশ্য এই ম্যাচে ধাক্কা খেয়েছে। তাঁর কারণ ইনজুরিতে পড়েছেন দলের প্রধান খেলোয়াড় নেইমার। ম্যাচের ৭৮ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। ৭৭ মিনিটের মাথায় সার্ব ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিকের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। পা মচকে যায় পিএসজি তারকার। মাঠের মধ্যেই বসে পড়েন তিনি। এরপর চিকিৎসকরা আসেন এবং মাঠ ছেড়ে বেরিয়ে যান নেইমার। তাঁর পরিবর্তে খেলতে নামেন অ্যান্টেনিকে।

পরে দেখা যায় নেইমারের গোড়ালি বেশ ফুলে গিয়েছে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো ট্যুইটে বলেন, "নেইমারের গোড়ালি মচকে গেছে এবং সেখানে ফোলা দেখা যাচ্ছে। তবে এটা খুব বেশি গভীর নয়। যদিও ছবিটা দেখে মনে হচ্ছে, বেশ আশঙ্কাজনক।"

ম্যাচ চলাকালীন ডাগ আউটে জার্সিতে মুখে ঢেকে বসে থাকতে দেখা যায় নেইমারকে। যার দ্বারা অনুমান করা যায় চোটের যন্ত্রণা বেশ ভোগাচ্ছে তাঁকে এবং বড় চোটের সম্ভাবনাও রয়েছে। যে কারণেই হতাশ হয়ে মুখ ঢেকে ফেলেছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

তবে ব্রাজিলের অভিজ্ঞ কোচ তিতে বলেন,"চিন্তা করবেন না, নেইমার বিশ্বকাপ খেলবে৷" তিনি আরও বলেন, "ও খেলতে থাকবে এই নিয়ে কোনও সন্দেহ নেই৷"

আঘাত পেয়ে মাঠেই পড়ে নেইমার, গোলের পর উচ্ছ্বাস রিচার্লিসনের
FIFA World Cup 22: জন্মভূমির বিপক্ষে গোল করে সুইজারল্যান্ডকে জয় এনে দিলেন ব্রিল এমবোলো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in