Hockey Men's World Cup: ভারত হকি বিশ্বকাপ জিতলে প্রত্যেক প্লেয়ার পাবেন ১ কোটি টাকা - নবীন পট্টনায়ক

বিশ্বকাপ গ্রামেই প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করতে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুরস্কারের কথা বলেন।
নবীন পট্টনায়ক
নবীন পট্টনায়কগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ভারত হকি বিশ্বকাপ জিতলে দলের প্রত্যেক খেলোয়াড় পাবেন ১ কোটি টাকা। এমনই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের। ক্রীড়াপ্রেমীদের মতে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ভারতীয় হকি দলকে আরও উজ্জীবিত করবে।

১৩ জানুয়ারি থেকে ওড়িশায় বসছে হকি বিশ্বকাপের আসর। ১৬টি দেশ লড়বে শিরোপা জেতার লক্ষ্যে। বর্তমানে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের র‍্যাঙ্কিয়ে ৬ নম্বর স্থানে রয়েছে ভারত। প্রথমে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম এবং তৃতীয় স্থানে নেদারল্যান্ডস।

ভারতের গ্রুপে রয়েছে স্পেন, ইংল্যান্ড এবং ওয়েলস। কঠিন গ্রুপেই রয়েছে হরমনপ্রীতরা। নবীন পট্টনায়ক বলেন, “সমস্ত বাধা টপকে আমাদের দেশ বিশ্বকাপ জিতলে টিম ইন্ডিয়ার প্রতিটি খেলোয়াড়কে ১ কোটি টাকা পুরস্কৃত করা হবে। আমি টিম ইন্ডিয়ার জন্য শুভ কামনা করি এবং আশা করি তারা চ্যাম্পিয়ন হবে”।

ভারতীয় হকি দলের সদস্যরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় আপ্লুত। তাঁরা সকলে নবীন পট্টনায়ককে ধন্যবাদ জানিয়েছেন। জাতীয় হকি দল এখন রৌরকেল্লার বিশ্বকাপ গ্রামে রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ গ্রামেই প্লেয়ারদের সাথে সাক্ষাৎ করতে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই পুরস্কারের কথা বলেন। বিশ্বকাপ খেলতে আসা সমস্ত দেশের প্লেয়ারদের থাকার জন্য রৌরকেল্লায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওই স্থানের নাম দেওয়া হয়েছে বিশ্বকাপ গ্রাম। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ওড়িশার ক্রীড়ামন্ত্রী টি কে বেহেরা, হকি ইন্ডিয়ার সভাপতি ড. দিলীপ কুমার টিরকে, সচিব ভোলানাথ সিং সহ একাধিক বিশিষ্ট জনেরা।

হকি বিশ্বকাপ হবে ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম ও বীরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। ১২টি ম্যাচ হবে বীরসা মুন্ডা স্টেডিয়ামে। কলিঙ্গ স্টেডিয়ামে হবে ২৩টি ম্যাচ। ক্রস ওভার থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব কটি ম্যাচই হবে কলিঙ্গ স্টেডিয়ামে।

নবীন পট্টনায়ক
Hockey Men's World Cup: ওড়িশায় হকি বিশ্বকাপের আসর, ভারতীয়দের জন্য টিকিটের মূল্য কত জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in