আগামীকাল থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। শুক্রবার ভারতীয় সময় দিবাগত রাত সাড়ে বারোটায় লুসাইল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে নামবে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে গুঞ্জন উঠেছিল আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পলের ইনজুরি নিয়ে।
শোনা যায়, বুধবার অনুশীলনের সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন ডি পল। এরপর তিনি আর অনুশীলন করেননি। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে পারবেন না আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার। তবে সেই আশঙ্কা নিজেই উড়িয়ে দিয়েছেন ডি পল।
নিজের ইন্সটাগ্রামে ডি পল লেখেন, "সবকিছু ঠিক আছে। আমরা ঠিকমতো কাজ চালিয়ে যাচ্ছি। আরও একটা ফাইনালের জন্য ভালমতো তৈরি হচ্ছি। চলো আর্জেন্টিনা, একসাথে এগিয়ে যাই।"
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বড় ভূমিকা পালন করছেন ডি পল। মাঝ মাঠে তাকেই মনে করা হচ্ছে আর্জেন্টিনার প্রধান অস্ত্র। তিনি না থাকলে আর্জেন্টিনা যে সমস্যায় পড়বে তা আর বলার অপেক্ষা রাখেনা। অবশ্য প্ল্যান 'বি' তৈরি আছে স্কালোনির। ডি পল পুরোপুরি ফিট না হয়ে উঠলে লিয়ান্দ্রো পারাদেস, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে মাঝ মাঠ সাজাতে হবে স্কালোনিকে।
কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ সেনেগালের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচ ইউকুয়েডরের সাথে ১-১ ড্র এবং তৃতীয় ম্যাচ কাতারের সাথে ২-০ গোলে জয় অর্জন করে লুইস ভ্যান গালের ছেলেরা। প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রমাণ দিয়েছে খেতাব জয়ের লড়াইয়ে তারা কোনো অংশে পিছিয়ে নেই। অন্যদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনাও। দুই দলেরই পাল্লা প্রায় সমানে সমানে। শেষ হাসি কোন দল হাসবে, তার জন্য অপেক্ষা করতে হবে আর একদিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন