৫০ বছরে পড়লেন ক্রিকেট ঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। ২০১৩ সালে নিজের কেরিয়ারের ১৯৯ তম টেস্ট সচিন খেলেন ইডেনে। সেই সময়ে সিএবির সচিব ছিলেন বিশ্বরূপ দে। এছাড়াও সচিনকে বিভিন্ন সময়ে খুব কাছ থেকে দেখেন বিশ্বরূপ। সচিনের ৫০ তম জন্মদিনে তাঁর সম্পর্কে একাধিক বিষয়ে মুখ খুললেন বিশ্বরূপ দে। এদিন বিশ্বরূপ দে বলছেন, ‘সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটে বিরল ব্যক্তিত্ব। এতো বড় ক্রিকেটার কিন্তু মাটির মানুষ। তার দলের সতীর্থদের প্রতি যে আবেগ ভালোবাসা - সতীর্থরা বিপদে পড়লেই এগিয়ে যায়। বড়ো ক্রিকেটার অনেকে হয়। কিন্তু সচিন বড় মনের মানুষ। সেই কারণে নানা জনকল্যাণমূলক কাজে ওকে দেখা যায়। আমরা খুব সৌভাগ্যবান ওকে সামনের থেকে দেখেছি।'
সচিনের ১৯৯ টেস্ট নিয়ে বিশ্বরূপ বলেন, 'সচিন নিজে খুব আবেগতাড়িত ছিল। বোর্ড যখন জিজ্ঞাসা করে ২০০ তম টেস্ট কোথায় খেলতে চাও তুমি! তখন ও বলে ইডেনে খেলতে পারলে ভালো লাগত। কিন্তু মুম্বইয়ে আমার সবকিছু ওখানে খেলব। আর ইডেন আমার সেকেন্ড হোম গাউন্ড ওখানে ১৯৯ তম টেস্ট খেলব। আমি দেখেছি ওর শিশুর মত আবেগ। কলকাতায় যখন আইপিএল খেলতে এল মুম্বই তখন ওর জন্মদিন পালন হয় ইডেনে দেখেছি শিশুর মত সবাইকে আপন করে নেয়। ক্রিকেট ছাড়ার পরেও তরুণ প্রজন্মকে দিশা দেখাচ্ছে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন