আর্শদীপ সিং-কে জাহির খানের সাথে তুলনা করলেন প্রাক্তন পাক তারকা কামরান আকমল। দুরন্ত বোলিং করে নিজের জাত ইতিমধ্যেই চেনাতে পেরেছেন আর্শদীপ। সমালোচিত হলেও ক্রিকেট অনুরাগীদের কথায় ভবিষ্যতে বহু দূর যাবেন এই তরুণ ক্রিকেটার।
এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে একটা ক্যাচ ফস যাওয়ায় ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল আর্শদীপকে। শুনতে হয়েছিল তিনি খালিস্তানি। তবে উদীয়মান পেসারের পাশে ছিল দল। যার সুবাদেই দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ ধ্বংস করেছেন তিনি। আর এই পারফরম্যান্সের জন্যে আর্শদীপের প্রশংসায় পঞ্চমুখ হলেন আর এক নামী পাক পেসার কামরান আকমল।
আর্শদীপের খেলা দেখে আকমল নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "ভারত নতুন জাহির খানকে পেয়েছে। আর্শদীপের কাছে গতি ও স্যুইং দুটোই আছে। বোলিং-র জন্য যে বুদ্ধি দরকার তারও প্রমাণ মিলেছে তাঁর খেলায়। আগামীদিনে তাঁর অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বোলিং-এও আরও উন্নতি হবে। দলে আর্শদীপের মতো পেসার থাকায় বোলিং লাইন আপ বেশ শক্তিশালী হবে ভারতের। তাছাড়া জাহির খানের মতো বাঁ-হাতি পেসার দরকার ছিল ভারতীয় ক্রিকেট দলে।" পাক পেসারের এই মন্তব্য সমর্থনও করেছেন বহু ভারতীয়।
২০১৯ সালে আইপিএলে অভিষেক ঘটে আর্শদীপের। দুরন্ত পারফরম্যান্সের ফলে জাতীয় দলে ডাক পান তরুণ এই পেসার। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় জার্সিতে অভিষেক হয় তাঁর। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৭ টা উইকেটও পেয়েছিলেন। এশিয়া কাপে নিজের সেরাটা দিয়েও কোথাও যেন হতাশা গ্রাস করেছিল তাঁকে। তবে ডি ককদের বিরুদ্ধে সুযোগ পেয়েই ছন্দে ফিরেছেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপেও ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন