ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র ৯৩ দিন বাকি। এর মধ্যেই ফিফা ২.৪৫ মিলিয়ন টিকিট বিক্রি করেছে। এই খবর নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
১০০ দিনেরও কম সময় বাকি বিশ্ব ফুটবল ঝড়ে কাঁপতে। মেসি, রোনাল্ডো, নেইমারের পায়ের ম্যাজিক দেখতে সকলেই মুখিয়ে আছেন। এবারে বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। মধ্যপ্রাচ্যের এই দেশে নিজের প্রিয় খেলোয়াড়দের একবার দেখতে অনেকেই টিকিট সংগ্রহ করছেন। ফিফা জানিয়েছে টিকিটের চাহিদা প্রচুর। টিকিট ছাড়ার কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আপাতত ২০ লক্ষ ৪৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।
যেসব দেশ থেকে টিকিটের চাহিদা সর্বোচ্চ তার একটি তালিকা দিয়েছে ফিফা। কাতার, ইউএসএ, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি থেকে বহু ফুটবলপ্রেমী টিকিট সংগ্রহ করেছেন। সেই তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলও আছে। শেষ টিকিট বিক্রি করা হয় ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে। ফুটবল ভক্তরা FIFA.com/tickets থেকে টিকিট সংগ্রহ করেছিলেন। মোট ৫ লক্ষ ২০ হাজার ৫৩২ টি টিকিট বিক্রি হয়।
ফিফার তরফ থেকে এও ঘোষণা করা হয়েছে পরবর্তী টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর থেকে। আয়োজক দেশ কাতার ২০ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। ২০২২ সালের বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের গরমের কথা ভেবেই বছরের শেষে সময়সূচি ঠিক করা হয়েছে। উল্লেখ্য, এবারে এশিয়া থেকে খেলছে ছয়টা দেশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন