FIFA: পরিকাঠামো উন্নয়নে জোর, ২০২৫ থেকেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পরিবর্তন আনতে চলেছে ফিফা

People's Reporter: ফিফার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ১ বছর অন্তর আয়োজিত হয়। সেই চিরাচরিত প্রথায় পরিবর্তন আনতে চলেছে ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোছবি - উইকিপিডিয়া
Published on

অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনা করছে ফিফা। সব কিছু ঠিক থাকলে ২০২৫ সাল থেকেই প্রতিবছর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। পাশাপাশি ফুটবল পরিকাঠামো উন্নয়নের জন্য ২০২৬ সাল পর্যন্ত ১৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছে ফিফা।

ফিফার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ১ বছর অন্তর আয়োজিত হয়। সেই চিরাচরিত প্রথায় পরিবর্তন আনতে চলেছে ফিফা। পাশাপাশি ২০২৬ ফিফা বিশ্বকাপের মতো যুব বিশ্বকাপেও ৪৮টি দেশ খেলানোর ভাবনা রয়েছে ফিফার।

এই প্রসঙ্গে ফিফা জানিয়েছে "এটি টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলারদের দক্ষতা বাড়াতে এবং ঐতিহ্য বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বকাপ করার কথা ভাবা হচ্ছে। ফুটবল পরিকাঠামো ব্যবহারের ওপর আরও যাতে জোর দেওয়া হয় বিশ্বব্যাপী সেই প্রচেষ্টা চালানো হচ্ছে।"

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ভালো পদক্ষেপ করতে চলেছে ফিফা। এতে প্রতিবছর প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে হবে দলগুলিকে। ফলে সারা বছরই জোরকদমে অনুশীলন করতে হবে ফুটবলারদের। ভবিষ্যতে পেশাদারী ফুটবলে অনেক সাহায্য পাবে ফুটবলাররা। তরুণ প্রজন্মকে তুলে আনার দারুণ প্রয়াস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
Copa America: প্রকাশ্যে কোপা আমেরিকার সূচি, উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা!
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
FIFA World Cup Qualifier: ৬ জুন ভারত-কাতার ম্যাচ, আয়োজক হিসেবে কোচের ফেভারিট যুবভারতী!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in