চলতি বছরের অক্টোবর মাসে ভারতে আসর বসছে ফিফা অনুর্ধ্ব - ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের। ভারতের তিনটি ভেন্যু নবি মুম্বই, গোয়া এবং ভুবনেশ্বরে ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আগেই নিশ্চিত হয়েছে ১৬ টি দল। এবার এই প্রতিযোগীতার ড্র-ও অনুষ্ঠিত হয়ে গেলো। আয়োজক দেশ ভারত রয়েছে গ্রুপ-এ’তে। যেখানে জুনিয়র ব্লু টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ফুটবলের পাওয়ার হাউস ব্রাজিল, মরক্কো এবং ইউএসএ।
১১ অক্টোবর ভুবনেশ্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অনুর্ধ্ব-১৭ দল শুরু করবে বিশ্বকাপের অভিযান। ১৪ তারিখ একই ভেন্যুতে মরক্কোর বিপক্ষে খেলবে ভারত এবং ১৭ তারিখ লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে নামবে জুনিয়র ব্লু টাইগ্রেসরা।
এই টুর্নামেন্টের ২০২০ সংস্করণ আয়োজনের দায়িত্ব ছিলো ভারতের হাতে। তবে করোনার কারণে ওই সময় টুর্নামেন্ট বাতিল করা হয়। শেষবার ২০১৮ সালে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ জিতেছিল স্পেন। ফাইনালে তারা হারায় মেক্সিকোকে। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হলো নর্থ কোরিয়া। ২০০৮ সালে এবং ২০১৬ সালে এই শিরোপা জেতে তারা। এছাড়া জাপান, সাউথ কোরিয়া এবং ফ্রান্স একবার করে খেতাব জেতে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে কোন দেশ রয়েছে -
গ্রুপ এ : ভারত, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: নাইজেরিয়া, জার্মানি, চিলি ও নিউজিল্যান্ড
গ্রুপ সি: স্পেন, মেক্সিকো, কলম্বিয়া, চীন
গ্রুপ ডি: কানাডা, তানজানিয়া, জাপান, ফ্রান্স
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন