আর মাত্র ১ দিনের অপেক্ষা। তারপরেই শুরু হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ কাতার বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করেছে। ৪টে করে দেশ আছে মোট ৮টা গ্রুপে। একনজরে দেখে নেওয়া যাক ‘গ্রুপ ডি’-র দেশগুলিকে (স্কোয়াড সহ)।
গ্রুপ ‘ডি’-তে আছে অস্ট্রলিয়া, ফ্রান্স, তিউনিসিয়া ও ডেনমার্ক। গতবারের চ্যাম্পিয়নদের কাছে শীর্ষে থেকে গ্রুপ পর্যায়ে শেষ করাটাই চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়া
গোলরক্ষক: ম্যাথু রায়ান, অ্যান্ড্রু রেডমাইন, ড্যানি ভুকোভিচ।
ডিফেন্ডার: মিলোস ডিজেনেক, আজিজ বেহিস, জোয়েল কিং, নাথানিয়েল অ্যাটকিনসন, ফ্রাঁ কারাসিক, হ্যারি সাউতার, কাই রোলস, বেইলি রাইট ও টমাস ডেং।
মিডফিল্ডার: অ্যারন মুয়ি, জ্যাকসন আরভিন, আজদিন হ্রাস্টিক, কিয়ানু ব্যাকাস, ক্যামেরন ডেভলিন, রিলি ম্যাকগ্রি।
ফরোয়ার্ড: ম্যাথু লেকি, আওয়ার ম্যাবিল, জেমি ম্যাক্লারেন, মিচেল ডিউক, মার্টিন বয়েল, ক্রেইগ গুডউইন, গারং কুওল এবং জেসন কামিংস।
ফ্রান্স
গোলরক্ষক: হুগো লরিস, আলফোনস আরেওলা ও স্টিভ মান্দান্ডা।
ডিফেন্ডার: বেঞ্জামিন পাভার্ড, জুলেস কাউন্ডে, রাফায়েল ভারানে, প্রেসনেল কিম্পেম্বে, উইলিয়াম সালিবা, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে এবং ডেওট উপমেকানো।
মিডফিল্ডার: অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চৌমেনি, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডোজি, জর্ডান ভেরেটআউট ও এডুয়ার্ডো কামাভিঙ্গা।
ফরোয়ার্ড: কিংসলে কোমান, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, অলিভিয়ের গিরুদ, অ্যান্টোইন গ্রিজম্যান, উসমানে ডেম্বেলে ও ক্রিস্টোফ এনকুঙ্কু।
তিউনিসিয়া
গোলরক্ষক: আয়মেন দাহমেন, বেচির বেন সাইদ, আয়মেন মাথলুথি, মুয়েজ হাসেন
ডিফেন্ডার: ওয়াজদি কেচরিদা, মোহাম্মদ ড্রেগার, ডিলান ব্রন, নাদের ঘান্দ্রি, বিলেল ইফা, ইয়াসিন মেরিয়া, মনতাসার তালবি, আলী মালউল, আলী আবদি
মিডফিল্ডার: ঘাইলেন চালালি, আইসা লাইদুনি, এলিস স্খিরি, হানিবাল মেজব্রি, ফারজানি সাসি, মোহাম্মদ আলী বেন রমধনে।
ফরোয়ার্ড: ওয়াহবি খাজরি, ইউসেফ মাসাকনি, তাহা ইয়েসিন খেনিসি, ইসাম জেবালি, সেফিদিন জাজিরি, আনিস বেন স্লিমানে, নাইম স্লিতি।
ডেনমার্ক
গোলরক্ষক: ক্যাসপার স্মিচেল, অলিভার ক্রিস্টেনসেন, ফ্রেডরিক রনৌ
ডিফেন্ডার: সাইমন কেজার, জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মাহেল, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাসমাস ক্রিস্টেনসেন, জেনস স্ট্রাইগার লারসেন, ভিক্টর নেলসন, ড্যানিয়েল ওয়াস।
মিডফিল্ডার: থমাস ডেলানি, ম্যাথিয়াস জেনসেন, ক্রিশ্চিয়ান এরিকসেন, পিয়েরে-এমিল হজবজের্গ
ফরোয়ার্ড: আন্দ্রেয়াস স্কোভ ওলসেন, জেসপার লিন্ডস্ট্রম, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, মার্টিন ব্রেথওয়েট, ক্যাসপার ডলবার্গ, মিকেল ড্যামসগার্ড, জোনাস উইন্ড।
একনজরে দেখা যাক এই চার দলের ফিক্সচার –
ডেনমার্ক বনাম তিউনিসিয়া (২২ নভেম্বর), ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া (২৩ নভেম্বর), তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া (২৬ নভেম্বর), ফ্রান্স বনাম ডেনমার্ক (২৬ নভেম্বর), তিউনিসিয়া বনাম ফ্রান্স (৩০ নভেম্বর) ও অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক (৩০ নভেম্বর)।
এই গ্রুপের প্রথম স্থানে যে থাকবে তার সাথে গ্রুপ ‘সি’-র দ্বিতীয়ের খেলা হবে। আর গ্রুপ ‘ডি’-র দ্বিতীয়ের সাথে গ্রুপ ‘সি’-র প্রথম স্থানের খেলা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন