ফুটবল বিশ্বকাপের ইতিহাসে মোট পাঁচবার সেমি ফাইনাল খেলছে আর্জেন্টিনা। আর পাঁচ আসরের সেমিফাইনালে একবারও হারের মুখ দেখতে হয়নি আলবিসেলেস্তেদের। প্রতিবারই সেমিফাইনালে জয় নিয়ে ফাইনাল খেলেছে তারা। আজকেও কি ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জয়ের ধারা বজায় রাখবে নীল-সাদা জার্সিধারীরা?
১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০ ও ২০১৪ - এই পাঁচ বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের প্রথম আসরের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারতে হয় তাদের। ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে শিরোপা ঘরে তোলে আয়োজক উরুগুয়ে।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফাইনাল খেলার পর আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় দীর্ঘ ৪৮ বছর। ১৯৭৮ সালে ফের একবার ফাইনাল খেলে তারা। যদিও এই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা হয়নি। লীগ পর্যায়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে জয় অর্জন করে আলবিসেলেস্তেরা।
এরপর ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয় বেলজিয়াম। বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা এবং পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় তথা শেষ শিরোপা ঘরে তোলে।
১৯৯০ বিশ্বকাপে চতুর্থবার এবং ২০১৪ বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ১৯৯০ বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনা হারায় ইতালিকে। কিন্তু ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে ওঠেন লিওনেল মেসিরা। ফাইনালে জার্মানির কাছেই হারতে হয় আর্জেন্টিনাকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন