আজ থেকেই শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচ। ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। তার আগে অবশ্য নক আউট পর্বের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যান কেমন! দুই দল কেমন সাজাতে পারে প্রথম একাদশ!
সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপের অভিযান শুরু করলেও পরের দুই ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসিরা।অন্যদিকে এশিয়ান কনফেডারেশনের দল অস্ট্রেলিয়া ফ্রান্সের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে তিউনিশিয়া এবং ডেনমার্ককে হারিয়ে।
শেষ ষোলোতে আর্জেন্টিনার সামনে রয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে আলবিসেলেস্তেদের স্থান যেখানে তিন নম্বরে, সেখানে সকারুসরা রয়েছে ৩৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনাই। দুই দল এখনও পর্যন্ত সাত বার মুখোমুখি লড়াই করেছে। পাঁচ বার জিতেছে আর্জেন্টিনা। একবার জিতেছে অস্ট্রেলিয়া। একটি ম্যাচ ড্র হয়েছে। ১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৭ সালে একে অপরের বিরুদ্ধে খেলে দুই দল। আর্জেন্টিনা ওই ম্যাচ ১-০ ব্যবধানে জিতে নেয়।
অতীত পরিসংখ্যান যাই কথা বলুক না কেনো, বিশ্বকাপের মঞ্চে দুই দলই নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই চালাবে। একাধিক চমক আর অঘটনে ভর্তি কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়া অঘটন ঘটাতে প্রস্তুত। এদিকে আর্জেন্টিনার বড় মঞ্চের খেলোয়াড় ডি মারিয়ার পেশিতে চোট রয়েছে। স্কালোনির একাদশে তিনি শুরু থেকেই খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ডি মারিয়া ছাড়া পোল্যান্ড ম্যাচের উইনিং কম্বিনেশন বজায় থাকতে পারের আর্জেন্টিনার।
দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে -
আর্জেন্টিনা: এমি মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুল মলিনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, পাপ্পু গোমেজ
অস্ট্রেলিয়া: ম্যাথু রিয়ান, আজিজ বেহিচ, কাই রোলস, হ্যারি সাউটার, মিলস ডিজেনেক, অ্যারন ময়, ম্যাথু লেকে, রাইলে ম্যাকগ্রি, জ্যাকসন ইরভিন, ক্রেগ গডউইন, মিচেল ডিউক
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন