২০০২ সালে প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর বসে এশিয়ায়। দক্ষিণ কোরিয়া এবং জাপানে আয়োজিত এই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। কুড়ি বছর পর ফের বিশ্বকাপের আসর বসেছে এশিয়ায়। এবার আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এই বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আলবিসেলেস্তেরা।
২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হারই কাল হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার কাছে। নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হারের মুখ দেখেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা, এরিয়েল ওর্তেগারা। শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলে ড্র করায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে।
কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্জেন্টিনার। মঙ্গলবার ফিফা র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরবের বিপক্ষে হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকা লিওনেল স্কালোনির ব্রিগেড ১-২ গোলে হার মেনেছে হার্ভ রেনার্ডের দলের কাছে। যার ফলে পরের রাউন্ডে জায়গা করে নেওয়াটা বেশ চাপের হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসিদের।
গ্রুপ-সি' তে আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ রয়েছে মেক্সিকো এবং পোল্যান্ডের বিপক্ষে। এই দুই দল যথেষ্ট শক্তিশালী। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে রয়েছে মেক্সিকো এবং ২৬ নম্বরে রবার্ট লেভনডস্কির পোল্যান্ড। এই দুই দলের বিপক্ষে আর্জেন্টিনা কার্যত ডু অর ডাই ম্যাচে মাঠে নামবে। অঘটন ঘটলেই লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন