ফিফা বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। এবারের বিশ্বকাপের অন্যতম সেরা আক্রমণভাগ ফ্রান্সের। চোটের কারণে অনেক আগেই ছিটকে গেছেন তারকা মিডফিল্ডার পল পোগবা। এখনও সম্পূর্ণ সুস্থ নন ডিফেন্ডার রাফায়েল ভারানে। তবুও জয়ের জন্য আশাবাদী কোচ দিদিয়ের দেশঁ।
ফিফার নিয়মানুযায়ী স্কোয়াডে সর্বোচ্চ ২৬ সদস্য নিতে পারবে একটি দেশ। ফরাসি কোচ অবশ্য ২৫ জনের ওপর ভরসা রেখেছেন। ফ্রান্সের রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী। বর্তমানে ক্লাব ফুটবলে করিম বেঞ্জেমা, ডেম্বেলেদের ফর্ম আরও আশা যোগাচ্ছে ফরাসিদের।
ফ্রান্সের আক্রমণভাগে রয়েছেন, করিম বেঞ্জেমা, গ্রিজম্যান, ওসমানে ডেম্বেলে, অলিভিয়ের জিরো, কিলিয়ান এমবাপ্পে, কিংসলে কোম্যান এবং ক্রিস্টোফার এনকুঙ্কু।
মাঝমাঠের দায়িত্বে থাকবেন, ইউসুফ ফোফানা, অ্যাড্রিয়েন র্যাবিওট, জর্ডান ভেরেতৌ, অরিলিয়েঁ শৌয়ামেনি, এডুয়ার্ডো কামাভিঙ্গা ও মাত্তেও গুয়েনদৌজি।
রক্ষণভাগ সামলাবেন, রাফায়েল ভারানে, থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো, লুকাস হার্নান্দেজ এবং বেঞ্জামিন প্যাভার্ড।
গোলরক্ষক আছনে তিন জন। তাঁরা হলেন, হুগো লরিস, স্টিভ মান্দান্দা ও আলফোঁসে আরিওলা।
বিশ্বকাপে ফ্রান্স রয়েছে গ্রুপ ‘ডি’-তে। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন বেঞ্জেমারা। এরপর ডেনমার্কের বিরুদ্ধে ২৬ নভেম্বর ম্যাচ রয়েছে। তিউনিসিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে ফ্রান্সের শেষ ম্যাচ আছে ৩০ নভেম্বর। বর্তমানে ফ্রান্স ফিফা র্যাঙ্কিং-এ ৩ নম্বরে রয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে র্যাঙ্কিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন