আর মাত্র এক ম্যাচ। তারপরেই বর্ণোজ্বল আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেই এই বড় ঘোষণা দিলেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী।
গতরাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেছেন মেসি। এছাড়াও দলের তৃতীয় গোলে জুলিয়ান আলভারেজকে অ্যাসিস্টও করেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের নিরিখে দিয়েগো মারাদোনার পাশে বসেছেন তিনি। গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলে হয়েছেন আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১১ গোলের মালিক। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট পাঁচটি গোল করেছেন 'এলএম টেন'। রয়েছেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ের দৌড়েও। লুসাইল স্টেডিয়ামে মেগা ফাইনালে যাই ফলাফল হোক না কেন, নীল-সাদা জার্সিতে ওই ম্যাচের পর আর মাঠে দেখা যাবেনা 'বাঁ পায়ের যাদুকর'-কে। মেসি অবশ্য বিশ্বকাপটা জিতেই বিদায় নিতে চান হাসিমুখে।
মেসি আর্জেন্টিনার মিডিয়া আউটলেট দিয়ারিও দেপোর্তিভো ওলেকে জানিয়েছেন, "ফাইনালে আমার শেষ খেলাটি খেলে আমার বিশ্বকাপ যাত্রা শেষ করতে চাই, এর জন্য খুব আনন্দিত বোধ করছি।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "পরের বিশ্বকাপের জন্য অনেকটা সময়। আমি মনে করি না তখন আমি সক্ষম হব। এইভাবে শেষ করাটাই সেরা হবে।"
রবিবার লুসাইল স্টেডিয়ামে নিজেদের ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে এটাই শেষ সুযোগ শিরোপা হাতে তোলার। ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ হবে মরক্কো অথবা ফ্রান্স। আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির হাত ধরে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে চাইছে আলবিসেলেস্তেরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন