কাতার বিশ্বকাপে শেষ ১৬ এর ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর এই দুই গোলের সাথে সাথেই বড় মাইলফলক অতিক্রম করেছেন তিনি।
পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে বর্তমানে বিশ্বকাপে ৯ টি গোলের মালিক হয়ে গিয়েছেন এমবাপ্পে। যেখানে লিওনেল মেসি (৯ গোল) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৮ গোল) তাঁদের কেরিয়ারের শেষ বিশ্বকাপে দাঁড়িয়ে আছেন, সেখানে ২৩ বর্ষীয় তরুণ এমবাপ্পে কেরিয়ারের শুরুতেই রোনাল্ডোকে টপকে গেলেন, মেসিকে স্পর্শ করলেন।
বর্তমানে বিশ্বকাপে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এমবাপ্পে। পাশাপাশি ফরাসী তারকা টপকে গিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে। ২৪ বছরের কম বয়সেই ৯ গোল করেছেন এমবাপ্পে। ২৪ বছরে ৭ টি গোল করেছিলেন পেলে।
শুধু তাই নয়, এখনই বিশ্ব ফুটবলের কিংবদন্তী দিয়েগো মারাদোনা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,সুয়ারেজ, নেইমার, থিয়েরি অঁরি, রিভালদো, কেম্পেস প্রমুখদের থেকে বেশি বিশ্বকাপ গোল করে ফেলেছেন এমবাপ্পে।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট পাঁচটি গোল করে ফেলেছেন এমবাপ্পে। গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে জায়ান্ট ইংল্যান্ডের। এই ম্যাচে কি ফের গোলের দেখা পাবেন এমবাপ্পে? এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন