সোনালী ট্রফি জয়ের স্বপ্নপূরণের লক্ষ্যে আজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্টদের। টাইব্রেকারে সেই হারের দুঃখ হয়তো এখনও ভুলে যাননি ডাচ কোচ লুই ভ্যান গাল। পুরোনো 'শত্রু' আর্জেন্টিনাকে তাই কোয়ার্টার ফাইনালেই আটকে দিয়ে সেমিফাইনালে দলকে পৌঁছে দিতে চান তিনি।
অন্যদিকে নিজের শেষ বিশ্বকাপটা রাঙিয়েই অবসরে যেতে চান লিওনেল মেসি। আর্জেন্টাইন সমর্থকরা আজ ফের একবার 'মেসি ম্যাজিক' দেখার দেখার অপেক্ষায় সময় গুনছে।
আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচই লিওনেল মেসির জন্য এক-একটি পরীক্ষা। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও জয়ের রঙে রঙিন হতে পারেননি মেসি। আক্ষেপ বাড়ে সাত বারের ব্যালন ডি'অর জয়ীর। সেইসঙ্গে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের হাহাকারও দীর্ঘ হয়। মাঝে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে পর্যুদস্ত হয়ে ফিরে আসতে হয় মেসি ও তাঁর দলকে। এবারের ছবিটা ভিন্ন। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হারলেও তারপর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। যদিও দলগত পারফর্ম্যান্স খুব একটা নজর কাড়েনি। আর্জেন্টিনা রয়েছে সেই মেসি নির্ভর।
নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা দুই দল এর আগে মুখোমুখি হয়েছে মোট চারবার, যার প্রতিটিই আবার বিশ্বকাপে। এরমধ্যে তিনটিই ছিল বিশ্বকাপের নকআউটে। দুই দল প্রথম মুখোমুখি হয় ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে। যেখানে ৩-১ গোলে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরবর্তী দেখায় ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বদলা নেয় নেদারল্যান্ডস। ২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের দেখায় গোলশূন্য ড্র হয়। ২০১৪-র সেমিফাইনাল টাইব্রেকারে জিতে নেয় আর্জেন্টিনা।
আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ-
আর্জেন্টিনা: এমি মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, নাহুল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া
নেদারল্যান্ডস: অ্যান্ড্রিয়েজ নোপ্পের্ত, জুরেন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক, নাথান আকে, ডেঞ্জেল ডামফ্রিস, মার্টিন ডে রুন, ফ্রেঙ্কি ডি জং, ডেলে ব্লাইন্ড, ডেভি ক্লাসেন, কোডি গ্যাকপো, মেমফিস ডিপেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন