ফাইনালের আগে বড় ধাক্কা ফরাসি শিবিরে, 'ক্যামেল ফ্লু'-তে আক্রান্ত কোচ সহ একাধিক ফুটবলার

রবিবার পুরো দলকে দেশঁ আর্জেন্টিনার বিপক্ষে নামাতে পারবেন কিনা, বা নামালেও ফুটবলাররা কতটা ফিট থাকবেন তা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
ফরাসি শিবিরে 'ক্যামেল ফ্লু'
ফরাসি শিবিরে 'ক্যামেল ফ্লু'গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

রবিবার আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে ফ্রান্স। শিরোপা ধরে রাখার ম্যাচের একদিন আগেই ফ্রান্স শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। কারণ ফরাসি শিবিরে হানা দিয়েছে 'ক্যামেল ফ্লু'। কোচ দিদিয়ের দেশঁ সহ একাধিক ফুটবলার এই ভাইরাসে আক্রান্ত। পুরো শিবির জুড়ে ফুটবলারদের জ্বর, গলা ব্যথা। উপশমের জন্য টিম চিকিৎসকেরা মধু দিয়ে চা বানিয়ে খাওয়াচ্ছেন ফুটবলারদের। রবিবার তাই আর্জেন্টিনার বিপক্ষে পুরো দলকে দেশঁ নামাতে পারবেন কিনা, বা নামলেও ফুটবলাররা কতটা ফিট থাকবেন তা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। মেসিদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে ফ্রান্সের পাঁচজন ফুটবলার প্র্যাকটিসেই আসতে পারলেন না বলে খবর।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরমধ্যেই সেমিফাইনালে খেলতে পারেননি অ্যাড্রিয়েন র‍্যাবিও এবং দায়োত উপামেকানো। কিংসলে কোম্যানও ভুগছেন অজানা জ্বরে। র‍্যাবিও আক্রান্ত হওয়ার পর ফ্রান্সের কোচ জানিয়েছিলেন, অন্যান্য খেলোয়াড়দের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ঠিক তেমনটাই হলো। ফাইনালে এই তারকা ফুটবলারদের যদি না পাওয়া যায় তবে বড় সমস্যার মধ্যে পড়তে হবে দেশঁ বাহিনীকে।

যদিও ওসমানে দেম্বেলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "আমরা এই ভাইরাসকে ভয় পাচ্ছি না। উপামেকানো ও র‍্যাবিওর মাথা ব্যথা ছিল। আমি আদা ও মধু দিয়ে চা বানিয়ে খাইয়েছি তাদের। প্রথমে ওরা আলাদা অনুশীলন করেছিকেন সতর্কতা হিসেবে। এখন ওরা ঠিক আছে, দলের সাথে যোগ দিয়েছেন।"

তবে ফ্রান্সের তরফ থেকে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। শুক্রবার ফ্রান্সের প্র্যাকটিসের শুরুতে আরও তিনজন ফুটবলার অনুপস্থিত ছিলেন। কোম্যান, ভারানে এবং কোনাতে। এঁদের সঙ্গে প্র্যাকটিসে নামলেন না চুয়ামেনি এবং থিও হার্নান্দেজও। শেষের দিকে কিছুক্ষণ প্র্যাকটিস করেছেন কোনাতে। সবমিলিয়ে ফাইনালের আগে বেশ সমস্যায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পেরা।

ফরাসি শিবিরে 'ক্যামেল ফ্লু'
FIFA World Cup 22: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সের্জিও বুসকেটস
ফরাসি শিবিরে 'ক্যামেল ফ্লু'
বিশ্বকাপের মাঝেই কাতারে চোখরাঙাচ্ছে 'ক্যামেল ফ্লু', আবার কি অতিমারী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in