FIFA World Cup 22: মেসির পাশাপাশি কাতারে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন যেসব তারকারা

কাতার বিশ্বকাপই যে সোনালী ট্রফির জন্য মেসির শেষ বার মাঠে নামা, তা তিনি জানিয়ে দিয়েছিলেন আগেই। কাতার বিশ্বকাপে শুধু মেসি নন, নিজেদের কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলে নিয়েছেন অনেক মহাতারকাই।
অবসরের পথে এক ঝাঁক তারকা
অবসরের পথে এক ঝাঁক তারকাফাইল চিত্র
Published on

দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পেরেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি তাঁর বিশ্বকাপ অভিযান শেষ করেছেন বিশ্বকাপ জিতেই। বিশ্বকাপের মঞ্চে আর দাপট দেখা যাবে না 'এলএম টেন' -এর। কাতার বিশ্বকাপই যে সোনালী ট্রফির জন্য মেসির শেষ বার মাঠে নামা, তা তিনি জানিয়ে দিয়েছিলেন আগেই। কাতার বিশ্বকাপে শুধু মেসি নন, নিজেদের কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলে নিয়েছেন অনেক মহাতারকাই। কেউ অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। কেউ আবার সরাসরি না বললেও বিশ্বকাপের আগে অবসর নেবেন বলে জানা যাচ্ছে। আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, মেসি ছাড়াও আগামী বিশ্বকাপে মাঠে দেখা যাবেনা যে সমস্ত তারকাদের।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোফাইল চিত্র - সংগৃহীত

১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো:

অবসর নেওয়ার প্রসঙ্গে এখনও স্পষ্ট কিছু জানাননি পর্তুগীজ মহাতারকা। ২০২৪ সালের ইউরো কাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন তিনি। তবে আগামী বিশ্বকাপে ৪১ বর্ষীয় রোনাল্ডোকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার আগেই হয়তো নিজের অসাধারণ ফুটবল কেরিয়ারের ইতি টানবেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী।

লুকা মড্রিচ
লুকা মড্রিচফাইল চিত্র - সংগৃহীত

২. লুকা মড্রিচ:

ক্রোয়েশিয়ার জার্সিতে আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন মড্রিচ। তবে ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েট মহাতারকা মাঝ মাঠে আলো ছড়াবেন না বলেই ধরে নেওয়া যায়। ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করা ক্রোয়েশিয়ার অধিনায়ক মড্রিচ সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন কাতারে।

টমাস মুলার
টমাস মুলার ফাইল চিত্র - সংগৃহীত

৩. টমাস মুলার:

২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মান তারকা টমাস মুলার খেলে ফেলেছেন নিজের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আসরে দশ গোল করা মুলার শেষ বিশ্বকাপটা রাঙিয়ে যেতে পারলেন না।

এডেন হ্যাজার্ড
এডেন হ্যাজার্ডফাইল চিত্র - সংগৃহীত

৪. এডেন হ্যাজার্ড:

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম। বেলজিয়াম ছিটকে যাওয়ার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন হ্যাজার্ড। ২০০৮ সালে বেলজিয়ামের জাতীয় দলে খেলতে শুরু করেছিলেন তিনি। দেশের জার্সিতে ৩৩টি গোল করেছেন।

লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজফাইল চিত্র - সংগৃহীত

৫. লুইস সুয়ারেজ:

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই উরুগুয়েন স্ট্রাইকার সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, বিশ্বকাপে আর দেখা যাবে না তাঁকে। দেশের জার্সিতে ১৩৭ টি ম্যাচে ৬৮ টি গোল করেছেন সুয়ারেজ।

এডিনসন কাভানি
এডিনসন কাভানিফাইল চিত্র - সংগৃহীত

৬. এডিনসন কাভানি:

শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন সুয়ারেজের সতীর্থ এডিনসন কাভানিও। উরুগুয়েন ফুটবলের দুই স্তম্ভ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন। ১৩৬ ম্যাচে উরুগুয়ের জার্সিতে ৫৮ টি গোল করেছেন কাভানি।

করিম বেনজেমা
করিম বেনজেমাফাইল চিত্র - সংগৃহীত

৭. করিম বেনজেমা:

চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি। বিশ্বকাপ শেষ হতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্যালন ডি'অর জয়ী রিয়াল মাদ্রিদের ফরাসী তারকা করিম বেনজেমা। ২০০৭ সালে দেশের জার্সিতে অভিষেক ঘটানোর পর ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন বেনজেমা। গোল করেছেন ৩৭ টি।

থিয়াগো সিলভা
থিয়াগো সিলভাফাইল চিত্র - সংগৃহীত

৮. থিয়াগো সিলভা:

বিশ্বকাপে ভাল শুরু করেও কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের। হতাশা নিয়েই বিশ্বকাপের সফর শেষ করেছেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। খেলোয়াড় হিসেবে ব্রাজিলের জন্য যা পারেননি, কোচ হিসেবে তা দিতে চান বলে জানিয়েছেন সিলভা।

অবসরের পথে এক ঝাঁক তারকা
FIFA World Cup 22: 'গোল্ডেন গ্লাভস' নিয়ে বিশেষ অঙ্গভঙ্গির কারণ জানালেন মার্টিনেজ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in