FIFA World Cup 22: বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড বুকে এই ছয় ফুটবলার

কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হতে চলেছেন জার্মানির ইউসুফা মৌকোকো। সব থেকে বয়স্ক ফুটবলার মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা।
বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড
বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ডগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আর মাত্র তিন দিনের অপেক্ষা। কাতারে শুরু হচ্ছে ফুটবলের বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই মধ্য প্রাচ্যের দেশটিতে পা রাখতে শুরু করেছে ৩২ টি দেশের ফুটবল দল। দেখে নেওয়া যাক বিশ্বকাপে বল গড়ানোর আগেই রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন যে ফুটবলাররা -

ইউসুফা মৌকোকো
ইউসুফা মৌকোকোফাইল চিত্র - সংগৃহীত

১. সর্বকনিষ্ঠ ফুটবলার -

কাতার বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হতে চলেছেন জার্মানির ইউসুফা মৌকোকো। তার জন্ম ২০০৪ সালের ২০ নভেম্বর। সেই হিসাবে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মৌকোকো। বুরুশিয়া ডর্টমুন্ডের এই ফুটবলার ইতিমধ্যেই জার্মান ফুটবলে নজর কেড়েছেন।

আলফ্রেডো তালাভেরা
আলফ্রেডো তালাভেরাফাইল চিত্র - সংগৃহীত

২. সবচেয়ে বয়স্ক ফুটবলার -

এ বারের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার মেক্সিকোর আলফ্রেডো তালাভেরা। তার জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। ৪০ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। মেক্সিকোর গোল বারের নীচে দাঁড়াবেন জুয়ারেজ এফসির এই গোলরক্ষক।

লিওনেল মেসি
লিওনেল মেসিফাইল চিত্র - সংগৃহীত

৩. সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার -

আর্জেন্টিনা কিংবদন্তী লিওনেল মেসি ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮, চারটি বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন। এ বারের বিশ্বকাপে নামা কোনো ফুটবলার এত ম্যাচ খেলেননি। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে কাতারে পৌঁছে গিয়েছেন সাত বারের ব্যালন ডি'অর জয়ী।

টমাস মূলার
টমাস মূলারফাইল চিত্র - সংগৃহীত

৪. সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট -

কাতার বিশ্বকাপ খেলতে যাওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক জার্মানির টমাস মূলার। বিশ্বকাপে এখনও পর্যন্ত ১০ টি গোল করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অভিষেকেই ৫ টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মূলার। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও পাঁচ গোল করেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিকও তিনি। ৬ টি অ্যাসিস্ট করেছেন মূলার।

৫. সবচেয়ে খর্বকায় ফুটবলার -

কাতার বিশ্বকাপের সব থেকে খর্বকায় ফুটবলার মরক্কোর ইলিয়াস চেয়ার। তাঁর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

ইলিয়াস চেয়ার
ইলিয়াস চেয়ারফাইল চিত্র - সংগৃহীত

৬. সবচেয়ে দীর্ঘকায় ফুটবলার -

কাতার বিশ্বকাপের সবচেয়ে দীর্ঘকায় ফুটবলার নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিয়েস নোপ্পের্ত। ডাচ ফুটবলারের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।

আন্দ্রিয়েস নোপ্পের্ত
আন্দ্রিয়েস নোপ্পের্তফাইল চিত্র - সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগেই রেকর্ড
FIFA World Cup 22: কাতারের ঐতিহ্যবাহী খলিফা স্টেডিয়াম সম্পর্কে নয়া তথ্য জেনে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in