চলতি কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেনেসি। বিশ্বকাপের ইতিহাসে হেনসি হলেন তৃতীয় গোলরক্ষক যাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো। আর হেনেসি মাঠ ছাড়ার পরেই ঘুরে গেলো ম্যাচের মোড়। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও যোগ করা অতিরিক্ত সময়ে রুজবেহ চেশমি ও রামিন রেজাইয়ানের গোলে জয় দিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় দুইয়ে চলে গেল ইরান।
ক্ষিপ্র গতিতে বল নিয়ে ওয়েলসের ডি-বক্সের দিকে ছুটে যাচ্ছিলেন মেহদি তারেমি। কোনো উপায় না পেয়ে ওয়েলসের গোলরক্ষক ওয়েইন হেনেসি ডি-বক্স ছেড়ে বেরিয়ে এসে লাফিয়ে হাঁটু দিয়ে আঘাত করেন তারেমিকে। তখনই মাটিতে পড়ে যান ইরানের তারকা স্ট্রাইকার। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান ওয়েলস গোলরক্ষককে। পরে ভিএআর চেক করে হেনেসিকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করান রেফারি।
বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় কোনো গোলরক্ষক দেখলেন লাল কার্ড। ১৯৯৪ সালে প্রথম গোলকিপার হিসেবে লাল কার্ড দেখেছিলেন ইতালির জিয়ানলুকা পাগলিউকা। ১৬ বছর পর ২০১০ সালে দ্বিতীয় লাল কার্ড দেখেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমেলেং খুনে। এবার কাতার বিশ্বকাপে লালকার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি।
ইরানের হাতে রয়েছে গ্রুপ পর্বের আর একটি ম্যাচ। ইউএসএর বিরুদ্ধে এই ম্যাচ জিতলেই নক আউট পর্বে পৌঁছে যাবে এশিয়ার দেশটি। অন্যদিকে ওয়েলসকে পরের রাউন্ডে যেতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততেই হবে। এর কোনো বিকল্প নেই। তবে শুধু ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই হবে না। ওয়েলস পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে যদি ইউএসএর কাছে পরের ম্যাচে হারে ইরান। সেইসঙ্গে ইংল্যান্ডের কাছে হারে ইউএসএ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন