FIFA World Cup 22: উপস্থিত মাহেন্দ্রক্ষণ, কোথায়, কখন, কীভাবে দেখবেন কাতার-ইকুয়েডর উদ্বোধনী ম্যাচ

ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় কাতারের আল খুরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ। কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে।
আল বাইত স্টেডিয়াম
আল বাইত স্টেডিয়ামছবি - সংগৃহীত
Published on

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ। চার বছরের অপেক্ষার পর রবিবার কাতারের আল খুরের আল বায়াত স্টেডিয়ামে বল গড়াবে বিশ্বকাপের। ভারতীয় সময় রাত সাড়ে নটায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে স্বাগতিক কাতার এবং লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর।

২৯ দিনের এই মহাযুদ্ধ ঘিরে বিশ্ববাসীর উন্মাদনার শেষ নেই। গলির মোড়ে, চায়ের কাপে, অফিসে, ট্রেনে-ট্রামে আলোচনা মানেই বিশ্বকাপ। ব্রাজিল কি পারবে 'হেক্সা' মিশন কমপ্লিট করতে? মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনা পারবে শিরোপা খরা কাটাতে? রোনাল্ডো কি পারবেন চেক মেট করতে? বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স কি ধরে রাখবে শিরোপা? ইউরোর সেমি-ফাইনালিস্ট ডেনমার্ক কি চমক দেখাবে? নিউ জেনারেশনের বেলজিয়ামই বা কেমন করবে? লুকা মড্রিচের ক্রোয়েশিয়া কি রাশিয়া বিশ্বকাপের মতো ফের আলো ছড়াবে? এসব প্রশ্ন ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চায়ের ঠেক থেকে ফুটবলের ময়দানে। এবার শুরু লড়াই।

দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোথায়, কখন কীভাবে দেখবেন-

ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় কাতারের আল খুরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতার বনাম ইকুয়েডরের উদ্বোধনী ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।

দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে -

কাতারের সম্ভাব্য একাদশ: সাদ আল সিব (গোলরক্ষক), বসম আল-রাবি, বোয়ালেম খোকি, আব্দুল করিম হাসান, পেদ্রো মিগুয়েল, আব্দুলআজিজ হাতেম,হাসান আল হেদোস, করিম বদিয়াফ, হোমাম আহমেদ, আক্রম আফিফ, আলমোয়েজ আলি

ইকুয়েডরের সম্ভাব্য একাদশ: আলেকাজান্ডার ডমিনগেজ (গোলরক্ষক), পার্ভিস এস্তাপিনান, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, পিয়েরো হিনকয়াপি, ফেলিক্স তোরেস, মোজেস কাইসাদো, কার্লোস গ্রুয়েজো, গঞ্জালো প্লাতা, অ্যাঞ্জেল মিনা, এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা

আল বাইত স্টেডিয়াম
FIFA WORLD CUP 2022: কাতার বিশ্বকাপে চাহিদার শীর্ষে আর্জেন্টিনার ম্যাচ
আল বাইত স্টেডিয়াম
Fifa World Cup 2022: কাতার বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in