মাত্র পাঁচ মাস বাকি ফুটবল বিশ্বকাপ শুরু হতে। অনেক আগেই দল ঘোষণা হয়ে গেলেও গ্রুপ বি, ডি ও ই তে একটি করে স্থান অসম্পূর্ণ ছিল। সেই স্থানেই যোগ্যদল হিসাবে উঠে আসল কোস্টারিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েলস।
কাতার বিশ্বকাপের জন্য দিন গুনছেন ফুটবল প্রেমীরা। নিজেদের প্রিয় দলের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন অনেকে। সমস্ত দেশের মধ্যে গ্রুপ বিভাজনের জন্য ড্র হয়েছে এপ্রিল মাসে। ৩২ টি দেশের মধ্যে ২৯ টি দেশ নিশ্চিত হয়েছিল। বাকি ছিল ৩ টি দেশ। সেটাও পূরণ হয়ে গেল।
বিশ্বকাপে প্রথম যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। পরে এক এক করে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে তাবড় তাবড় দেশ। ২০২২ সালের বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের গরমের কথা ভেবেই বছরের শেষে সময়সূচি ঠিক করা হয়েছে। এবারে এশিয়া থেকে খেলছে ছয়টা দেশ। আয়োজক দেশ হিসাবে খেলছে কাতার। তাছাড়া খেলছে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব এবং অস্ট্রেলিয়া।
গ্রুপ এ- কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস।
গ্রুপ বি- ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস।
গ্রুপ সি- আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি- ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, অস্ট্রেলিয়া।
গ্রুপ ই- স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা।
গ্রুপ এফ- বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি- ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ- পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন