বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তৃতীয় হারের সম্মুখীন হল অর্জেন্টিনা। বৃহস্পতিবার প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারতে হয় মেসিদের। যদিও পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানেই রয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ভেনেজুয়েলার সাথে ড্র করল ব্রাজিল।
বৃহস্পতিবার প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামে আর্জেন্টিনা। ম্যাচের ১১ মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ২০২২ ফুটবল বিশ্বকাপ জয়ীরা। কিন্তু ম্যাচের ১৯ মিনিটের মাথায় সমতা ফেরায় প্যারাগুয়ের অ্যান্তোনিও সানাব্রিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে একাধিক আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় মেসির দল। বরং দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন ওমর আলডিরেতে (৪৭ মিনিট)। গোটা ম্যাচ জুড়েই দাপট দেখা যায় আর্জেন্টিনার। পরিসংখ্যান বলছে ৯০ মিনিটে আর্জেন্টিনা ৬৫০টি পাস খেলেছে এবং প্যারাগুয়ে খেলেছে মাত্র ১৮৪টি। ৭৭% বল দখলে ছিল অর্জেন্টিনার, অন্যদিকে প্যারাগুয়ে ২৩% বল দখল করেছিল।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং ভেনেজুয়েলা। সেই ম্যাচ ড্র হয় ১-১ ব্যবধানে। ৪৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে ব্যর্থ হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় ভেনেজুয়েলা।
আর্জেন্টিনা হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে তারা। ১১ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২২। সমসংখ্যক ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট সংখ্যা ১৭। তৃতীয় স্থানে রয়েছে তারা। ১০ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলোম্বিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন