Azharuddin: ২০ কোটি টাকার আর্থিক দুর্নীতি! প্রাক্তন ভারত অধিনায়ককে ইডির তলব

People's Reporter: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভপতি থাকাকালীন রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা সঠিকভাবে বন্টন হয়নি বলে আজারুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ।
মহম্মদ আজারুদ্দিন
মহম্মদ আজারুদ্দিনছবি - সংগৃহীত
Published on

আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির সমন পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা কংগ্রেস নেতা মহম্মদ আজারুদ্দিনকে। তাঁর বিরুদ্ধে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে থাকাকালীন ২০ কোটি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে। তবে ইডির শমনে তিনি হাজিরা দেননি বলেই জানা গেছে।

বৃহস্পতিবার আজারুদ্দিনকে তলব করে ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভপতি থাকাকালীন রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ডিজেল চালিত জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ছাউনির জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকা সঠিকভাবে বন্টন হয়নি বলেই আজারুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যার তদন্তে প্রাক্তন অধিনায়ককে তলব করেছে ইডি।

প্রসঙ্গত, ২০২৩ সালে আর্থিক বেনিয়মের অভিযোগে, হয়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি, সহ-সভাপতি, সচিব হিসেবে দায়িত্ব পালন করা গদ্দাম বিনোদ, শিবলাল যাদব এবং আরশাদ আয়ুবের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA), 2002-এর অধীনে তেলেঙ্গানার ৯টি জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থাটি।

তল্লাশি অভিযানে প্রায় ১১ লক্ষ টাকা নগদ এবং একাধিক নথি বাজেয়াপ্ত করেছিল ইডি। মূলত হায়দরাবাদের দুর্নীতি দমন শাখার দায়ের করার এফআইআর-র ভিত্তিতে তদন্ত চালাচ্ছে ইডি।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন আজারুদ্দিন। কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে পদ থেকে সরতে হয়। মূলত দুর্নীতির অভিযোগেই তাঁকে সরতে হয়েছিল।

ক্রিকেট প্রশাসন থেকে সরে এসে ফের রাজনীতির ময়দানে নেমেছিলেন আজহার। গত বছর হওয়া তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। কিন্তু জয়ী হতে পারেননি। ৬৪২১২ ভোটে হারেন প্রাক্তন ক্রিকেটার।

মহম্মদ আজারুদ্দিন
IND vs BAN: দ্রুততম ৫০ ও ১০০ রান, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক রেকর্ড 'বিধ্বংসী' ভারতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in