Vinod Kambli: বধূ নির্যাতনের অভিযোগ বিনোদ কাম্বলির বিরুদ্ধে, FIR দায়ের স্ত্রী আন্দ্রেয়ার

তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, মত্ত অবস্থায় কাম্বলি রান্না করার পাত্রের হাতল দিয়ে তাঁর মাথায় মেরেছেন। মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। নিত্যদিনের এই সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
বিনোদ কাম্বলি এবং তাঁর স্ত্রী
বিনোদ কাম্বলি এবং তাঁর স্ত্রীছবি সংগৃহীত
Published on

বধূ নির্যাতনের অভিযোগ উঠলো বিনোদ কাম্বলির বিরুদ্ধে। প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন বিনোদ কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউইট। মদ্যপ অবস্থায় স্ত্রীকে বার বার মারধর, গালিগালাজ এবং হেনস্থা করার অভিযোগ উঠেছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে।

ভারতীয় দণ্ডবিধির ৩২৪ (স্বেচ্ছায় বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা) এবং ৫০৪ (অপমান করা) ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রজু হয়েছে। তাঁর স্ত্রী আন্দ্রিয়া পুলিশকে জানিয়েছেন, মত্ত অবস্থায় কাম্বলি রান্না করার পাত্রের হাতল দিয়ে তাঁর মাথায় মেরেছেন। তার ফলে মাথায় গুরুতর আঘাত লেগেছে তাঁর। প্রায় নিত্যদিনের এই সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন কাম্বলির স্ত্রী।

মুম্বই থানার তরফে জানানো হয়েছে, "বান্দ্রা পুলিশ বিনোদ কাম্বলির বাসভবনে গিয়ে তাঁকে 41A CrPC ধারার অধীনে নোটিশ দিয়েছে। তাঁর স্ত্রীর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। স্ত্রীকে মারধর এবং গালিগালাজ করার অভিযোগ রয়েছে৷"

জানা গেছে, শনিবার রাত ১টা ৩০ নাগাদ মত্ত অবস্থায় রাতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রথমে সামান্য বচসা হয় কাম্বলির। তারপরই স্ত্রীকে মারধর এবং গালিগালাজ করেন তিনি।

বিনোদ কাম্বলি যখন স্ত্রীকে মারধর করেছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁদের ১২ বছরের ছেলে। বাবাকে শান্ত করার চেষ্টা করতে গেলে ছেলেকেও মারধর করেন বলে খবর। ঘটনার পর আন্দ্রিয়া প্রথমে ভাবা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকেই তিনি থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন।

বিনোদ কাম্বলি এবং তাঁর স্ত্রী
IND vs AUS: পান্ত-বুমরাহর অনুপস্থিতিতে টেস্ট সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই, দাবি গ্রেগ চ্যাপেলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in