মেসি বিহীন ম্যাচে একাই রাজত্ব করলেন কিলিয়ান এমবাপ্পে। একা হাতেই ধ্বংসস্তুপে পরিণত করলেন পেইস দি ক্যাসেলকে। ক্যুপ দি ফ্রান্সের ম্যাচে ক্যাসেলকে ৭-০ গোলে হারিয়ে জয় অর্জন করেছে প্যারিস সাঁ জার্মেইন। যেখানে ফরাসি তারকা এমবাপ্পে একাই করেছেন ৫ গোল। গড়েছেন ইতিহাস। পিএসজির ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি অর্জন করলেন।
প্রথমার্ধের ২৯ মিনিটে নুনো মেন্ডিসের ক্রস থেকে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর গোলের ঝড় ওঠে। ৩৩ মিনিটে এমবাপ্পের পাস থেকে গোল করেন নেইমার। এক মিনিট বাদেই ফের গোল করেন এমবাপ্পে। ৪০ মিনিটের মাথায় ভিটনহার পাস থেকে গোল করে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ফরাসি তারকা।
৪-০ গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও ক্যাসেলকে গোল বন্যায় ভাসায় প্যারিসিয়েনরা। ৫৬ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে নিজের চতুর্থ এবং দলের হয়ে পঞ্চম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৬৪ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন কার্লোস সোলের। ৭৯ মিনিটে সোলেরের পাস থেকে ক্যাসেল কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন এমবাপ্পে।
গতমাসেই বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। কার্যত একাই আর্জেন্টিনার স্বপ্ন ধুলিস্যাৎ করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মেষ টাইব্রেকারে লিওনেল মেসি হাতে তুলে নেন শিরোপা। গত মাসের হ্যাটট্রিকের পর ফের একবার হ্যাটট্রিক করলেন এমবাপ্পে। এবার ক্লাবের জার্সিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন