সবকিছু ভুলে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে মনোযোগ দিক টিম ইন্ডিয়া। নিজেদের সেরাটা দিক ভারতীয় প্লেয়াররা। এমনটাই আবেদন জানালেন কপিল দেব।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ভারতকে নিউজিল্যান্ড সিরিজ ভুলে গিয়ে নতুন করে শুরু করার বার্তা অনেক প্রাক্তনীই দিচ্ছেন। কপিল দেবও ভারতকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে কপিল দেব বলেন, এটা ঠিক যে নিউজিল্যান্ড সিরিজটা ভালো যায়নি ভারতের। তবে সেটা এখন অতীত হয়ে গেছে। সেখান থেকে কী কী ভুল হয়েছে সেগুলি সংশোধন করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল। আশা করি ভারত নিজের সেরাটা দেবে বর্ডার-গাভাসকর ট্রফিতে। সব প্লেয়াররা ভালো খেলুক এটাই চাইবো।
নিউজিল্যান্ড টেস্টে ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুই তারকার ফর্ম নিয়ে হতাশ সমর্থকরাও। তাঁদের পাশে দাঁড়িয়েছেন কপিল দেব। ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, 'রোহিত এবং বিরাটকে নতুন করে কিছু প্রমাণ করতে হবে বলে আমার মনে হয় না। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারদের মধ্যে তাঁরা রয়েছেন। খারাপ সময় যায় মাঝে মাঝে। তাঁদের একটু মনোযোগ দিতে হবে। নিজেদের খেলাটা খেলে যেতে হবে'।
ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়েসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। রিজার্ভে রাখা হয়েছে মুকেশ কুমার, নবদীপ সাইনি এবং খালিল আহমেদকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন