East Bengal: প্রয়াত লাল-হলুদের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি

দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
সুপ্রকাশ গড়গড়ি
সুপ্রকাশ গড়গড়িফাইল ছবি - অঞ্জন চট্টোপাধ্যায়
Published on

খারাপ খবর ইস্টবেঙ্গলের জন্য। সোমবার মধ‍্যরাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত‍্যু হয় ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সফল ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ির। দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

আটের শেষ ও নয়ের দশকের প্রথম দিকে ইস্টবেঙ্গল ক্লাব তথা বাংলার ফুটবলের প্রশাসক, ফুটবলার রিক্রুটার হিসেবে সুপ্রকাশ গড়গড়ি বড় ভূমিকা নিতেন। ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে সফল ফুটবল সচিব হিসেবে অজয় শ্রীমানির পরেই সুপ্রকাশ গড়গড়ির নাম রয়েছে। বিকাশ পাজির মতো ফুটবলারদের সই করানোর পেছনে তাঁর বড় ভূমিকা ছিল।

সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর বিশেষ পরিচয় ছিল। গড়গড়িবাবুকে ‘বেটা’ বলে ডাকতেন লতা মঙ্গেশকর। বাংলায় লতা মঙ্গেশকরের দুটি শো-র আয়োজনও করেছিলেন। একটি বাটানগরে এবং দ্বিতীয়টি ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে।

পল্টু দাসের দেখানো পথেই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতেন। যদিও পরবর্তী সময়ে পথ বদলান। পল্টু দাসের বিরুদ্ধে গিয়ে বিরোধীদের নেতৃত্ব দিয়েছিলেন। পরে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের ব্যবহার তাঁকে কষ্ট দেয় এবং ক্লাবে আসা বন্ধ করে দেন। কলকাতায় আসতেন খুব কম। বেশির ভাগ সময় মুম্বাইয়ে মেয়ের কাছেই থাকতেন। যদিও ইস্টবেঙ্গল ক্লাব ছিল তাঁর প্রাণ। ক্লাবের খেলা থাকলেই টিভির কাছে বসে যেতেন। ২০১৮ সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপও দেখতে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে মঙ্গলবার ক্লাবের পতাকা অর্ধনমিত থাকে।

সুপ্রকাশ গড়গড়ি
East Bengal vs Mohun Bagan: আত্মতুষ্ট নন কুয়াদ্রাত, ভুলগুলো কাজে লাগাবেন জুয়ান
সুপ্রকাশ গড়গড়ি
East Bengal vs Mohun Bagan: আত্মতুষ্ট নন কুয়াদ্রাত, ভুলগুলো কাজে লাগাবেন জুয়ান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in