ইংল্যান্ড ক্রিকেটে শোকের ছায়া। ৫৫ বছর বয়সে প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, “অত্যন্ত দুঃখের সাথে সকলকে জানানো হচ্ছে যে, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প প্রয়াত। ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটারদের একজনেরও থেকেও বেশি ছিলেন তিনি। তিনি ছিলেন ক্রিকেট পরিবারের একজন প্রিয় সদস্য এবং সারা বিশ্বের ভক্তদের কাছে শ্রদ্ধার পাত্র। তাঁর দক্ষতা প্রশ্নাতীত ছিল এবং ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে তাঁর দক্ষতা এবং কৃতিত্ব সকলেরই জানা। পরবর্তীকালে কোচে হিসেবেও সাফল্য পান”।
বিবৃতিতে আরও বলা হয়, “ক্রিকেট বিশ্ব আজ শোকস্তব্ধ। এই কঠিন সময়ে তাঁর স্ত্রী আমান্ডা, তাঁর সন্তান, পিতা জফ এবং তাঁর পরিবার সকল সদস্যের প্রতি আমাদের সমবেদনা। খেলাধুলায় তাঁর অসাধারণ অবদানের জন্য আমরা গ্রাহামকে সবসময় মনে রাখব”।
১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় গ্রাহাম থর্পের। দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ৬৭৪৪ রানও করেছিলেন। ২০০৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। ১৯৯৩ সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয় গ্রাহামের। ৮২টি ম্যাচ খেলে ২৩৮০ রান করেছিলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন