বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে এলেন মোহনবাগানের ঘরের ছেলে ব্রাজিলিয়ান হোসে রামিরেজ ব্যারেটো। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু, সংগ্রহশালা, লাইব্রেরি, আর্কাইভ ঘুরে দেখলেন। ইস্টবেঙ্গলের ইতিহাস বোঝার চেষ্টা করলেন সবুজ তোতা।
ইস্টবেঙ্গলের সংগ্রহশালা দেখে অভিভূত ব্যারেটো। ভিজিটর বুকে লেখেন, 'এখানে যা দেখলাম, তাতে আমি অভিভূত। ইতিহাসের একটা অংশ।' পরে নিজের ফেসবুকেও লাল হলুদ তাঁবু ঘুরে দেখার অভিজ্ঞতা ভাগ করে নেন।
তাহলে কি ভবিষ্যতে ইস্টবেঙ্গলের কোচ হবেন ব্যারেটো? যেভাবে মোহনবাগানের আর এক ঘরের ছেলে সুব্রত ভট্টাচাৰ্য ইস্টবেঙ্গলের কোচ হয়েছিলেন। জল্পনা তুঙ্গে উঠতেই এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, 'আমার সঙ্গে ওর খুবই ভালো সম্পর্ক। সেই কারণে ক্লাবে এসেছে। অন্য কোনও ব্যাপার নেই।'
তবে ব্যারেটো পরের বছর প্রো লাইসেন্স করবেন। সেই লাইসেন্সের আবেদন করতে হলে কোনও পেশাদার ক্লাবে কোচ হিসেবে যুক্ত থাকতে হবে। সেই কারণে ইস্টবেঙ্গলকে বেছে নিলেও নিতে পারেন তিনি। অন্তত কলকাতা লিগে পরের মরসুমে কোচিং করাতেও পারেন ব্যারেটো।
ব্যারেটো বলেন, 'আমাদের সময় যেসব মাঠে কলকাতা লিগের খেলা হত, সেই তুলনায় এখন মাঠ অনেক ভালো। পরিকাঠামোর উন্নতি হয়েছে। খেলার মানও যথেষ্ট ভালো। প্রিমিয়ার ডিভিশনের সঙ্গে খুব বেশি পার্থক্য চোখে পড়ছে না।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন