মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে একাধিক মানুষ এবং সংস্থা থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলো আইপিএল খেলা এক প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম নাগরাজু বুদুমুরু। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলেছেন তিনি। অন্ধ্রপ্রদেশের হয়ে খেলেছেন রঞ্জি ট্রফি। প্রতারণার অভিযোগ সামনে আসতেই প্রাক্তন ক্রিকেটারকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
পুলিস সূত্রে খবর, গত বছর অন্ধ্রপ্রদেশের এক নামী ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানের কর্মীকে মুখ্যমন্ত্রী জগম্মোহন রেড্ডির ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দেন নাগরাজু। উঠতি ক্রিকেটার রিকি ভুঁইকে স্পনসর করার জন্য ওই দোকানকে অর্থ সাহায্যের কথা বলেন তিনি। জানা গিয়েছে, ওই দোকানের কাছ থেকে স্পনসরশিপ বাবদ ১২ লক্ষ টাকা নেন তিনি। এরপর সন্দেহ হওয়ায় খোঁজ খবর নেয় ওই সংস্থা। তারপরেই থানার দ্বারস্থ হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ইয়াভেরিপেত্তায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় নাগরাজুকে।
এই প্রথমবার নয়। এর আগে ২০২১ সালেও গ্রেফতার হয়েছিলেন নাগরাজু। অন্ধ্রপ্রদেশের মন্ত্রী কোটি রামারাও-এর সচিবের পরিচয় দিয়ে সেবার ৯টি সংস্থা থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছিলেন তিনি। এখনও পর্যন্ত মোট ৬০ টি সংস্থার থেকে ৩ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল দলে ছিলেন নাগরাজু। অন্ধ্রের হয়ে ২০১৪-১৬ মরশুমে রঞ্জিও খেলেছেন। তবে ২০১৮ সালের পর আর ক্রিকেট দলে জায়গা পাননি। পুলিশ জানিয়েছে, বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ায় প্রতারণার কাজ করছেন নাগরাজু। ক্রিকেটজীবন শেষ হয়ে যাওয়ার পর তাঁর অর্থাভাব দেখা দিলেও বিলাসবহুল জীবন ছেড়ে বেরোতে পারেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন