৪৯ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এর আগে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল ঠিকই তবে এবার সত্যিই সকলে কাঁদিয়ে চলে গেলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট মহল।
স্ট্রিকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর স্ত্রী নাদিনে স্ট্রিক। তিনি লেখেন, “রবিবার ভোরে (জিম্বাবোয়ের সময় অনুযায়ী ) সকলকে ছেড়ে চলে গেছেন হিথ স্ট্রিক।" মাটাবেলেল্যান্ডে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন।
প্রসঙ্গত, ২৩ অগাস্ট স্ট্রিকের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় তারকা অলরাউন্ডার সতীর্থ হেনরি ওলোনগাকে নিজেই জানিয়েছিলেন তিনি জীবিত আছেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট ট্যুইটারে দিয়ে সকলকে এই বিষয়ে জানিয়েছিলেন হেনরি।
উল্লেখ্য, ১৯৯৩ সালে জিম্বাবোয়ের হয়ে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। ২০০৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন। ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৫০০০ রান করেছিলেন। উইকেট নিয়েছিলেন ৪৫৫টি। দেশের হয়ে ৬৮টি ওয়ান ডে এবং ২১টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন