তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই। কিন্তু সেসব সমালোচনাকে পাত্তা না দিয়ে বারবার কামব্যাক করেছেন দুর্দান্তভাবে। আল নাসেরের জার্সিতে এবার জ্বলে উঠলেন পর্তুগিজ মহাতারকা। গতকাল আল ওয়েদার বিপক্ষে ৪-০ গোলে বড় জয় তুলে নিয়েছে আল নাসের। আর চারটি গোলই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ফুটবল কেরিয়ারের ৬১ তম হ্যাটট্রিকটি পেলেন সিআর সেভেন।
ওয়েদার জালে রোনাল্ডো প্রথম গোলটি জড়ান ম্যাচের ২১ মিনিটের মাথায়। আর এই গোলের সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করেন তিনি। ক্লাব ফুটবলে ৫০০ লীগ গোলের মালিক হলেন সিআর সেভেন। বর্তমানে তাঁর লীগ গোলের সংখ্যা ৫০৩।
প্রথমার্ধের বিরতির আগে আরও একবার ওয়েদার জালে বল জড়ান রোনাল্ডো। ৪০ মিনিটের মাথায় সামি আল-নাজেই'এর পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া আল নাসের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের দাপট দেখাতে থাকে। রোনাল্ডোকে সৌদি লীগে প্রথম হ্যাটট্রিকের জন্য এই ম্যাচে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এদিন ৬১ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে নিজের চতুর্থ ম্যাচে নেমেই একসাথে চার গোল করে ফেললেন তিনি। আল ওয়েদার বিপক্ষে এই জয়ের ফলে সৌদি প্রো লীগে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিল আল নাসের। অন্যদিকে ১৬ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে রয়েছে আল ওয়েদা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন