বিশ্বকাপে খারাপ ব্যবহারের জন্য নির্বাসিত উরুগুয়ের চার ফুটবলার, করা হল আর্থিক জরিমানাও

ফের্নান্দো মুসলেরা এবং জােসে মারিয়া গিমেনেজের উপর চার ম্যাচের ও এডিনসন কাভানি এবং দিয়েগো গডিনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও।
বিশ্বকাপে খারাপ ব্যবহারের জন্য নির্বাসিত উরুগুয়ের চার ফুটবলার, করা হল আর্থিক জরিমানাও
ছবি সংগৃহীত
Published on

কাতার বিশ্বকাপে খারাপ ব্যবহারের জন্য বরখাস্ত উরুগুয়ের চার ফুটবলার। ফের্নান্দো মুসলেরা এবং জােসে মারিয়া গিমেনেজের উপর চার ম্যাচের ও এডিনসন কাভানি এবং দিয়েগো গডিনের ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা। পাশাপাশি করা হয়েছে আর্থিক জরিমানাও। বিশ্বকাপের একটি ম্যাচে রেফারিদের সাথে খারাপ আচরণ এবং বিশৃঙ্খলার কারণে এই শাস্তির মুখে পড়লো উরুগুয়ের চার ফুটবলার।

ফিফার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শাস্তিপ্রাপ্ত প্রত্যেককেই ফুটবলের জন্য সামাজিক কাজ করতে হবে। সেই সঙ্গে প্রত্যেককেই ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা দিতে হবে। উরুগুয়ে ফুটবল সংস্থাকেও ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে।

নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে হারালেও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেননি লুইস সুয়ারেজরা। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রেফারির সাথে অভব্য আচরণ করতে দেখা যায় এই ফুটবলারকে। ফিফার কম্পিটিশন ডিরেক্টরকে কনুই দিয়ে আঘাত করতে দেখা যায় জিমিনিজকে। রেফারিদের চোর বলেও সম্বোধন করেন তিনি। পাশাপাশি অশ্লীল ভাষারও প্রয়োগ করেন বলে অভিযোগ।

রেফারির সাথে খারাপ আচরণ করেন বাকি তিন ফুটবলারও। ম্যাচ শেষের সাথে সাথেই জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্টকে ঘিরে ধরেন এডিনসন কাভানি, দিয়েগো গডিনরা। তদন্তে নেমে এইসমস্ত বিষয় খতিয়ে দেখে উরুগুয়ের এই ফুটবলারদের শাস্তি দিল ফিফা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in