উয়েফা নেশনস লিগে গ্রীস ৩-০ ব্যবধানে উড়িয়ে দিল ইংল্যান্ড। অন্যদিকে ইজরায়েলের বিপক্ষে ড্র করল ফ্রান্স। ইতালির কাছে পরাস্ত হল বেলজিয়াম।
উয়েফা নেশনস লিগের পঞ্চম পর্বের ম্যাচ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। যেখানে লিগ এ-র গ্রুপ ২, লিগ বি-র গ্রুপ ২, গ্রুপ ৩ এবং লিগ সি-র গ্রুপ ৪-র মোট ১৬টি দল মুখোমুখি হয়েছিল।
লিগ এ-র গ্রুপ ২ তে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ইতালি। সেই ম্যাচে ১-০ গোলে জয়ী হয় ইতালি। একমাত্র গোলটি করেন স্যান্ড্রো তোনালি। একই গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় ইজরায়েল ও ফ্রান্স। এমবাপ্পেহীন ফ্রান্স ড্র করল ইজরায়েলের বিরুদ্ধে। এই গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে ইতালি, ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম এবং চতুর্থ স্থানে থাকা ইজরায়েলের পয়েন্ট ১।
লিগ বি-র গ্রুপ ২-র ম্যাচে গ্রীসকে ৩-০ গোলে পরাজিত করে ইংল্যান্ড। অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে আয়ারল্যান্ড। এই গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। গ্রীসের পয়েন্টও ১২। গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড এবং ফিনল্যান্ড এখনও খাতা খুলতে পারেনি।
লিগ বি-র গ্রুপ ৩-র ম্যাচে কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে অস্ট্রিয়া এবং স্লোভেনিয়াকে ৪-১ ব্যবধানে পরাস্ত করে নরওয়ে। ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের টেবিল টপার হল অস্ট্রিয়া। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যের বিচারে দ্বিতীয় স্থানে নরওয়ে। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্লোভেনিয়া এবং ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে কাজাখস্তান।
লিগ সি-র গ্রুপ ৪-র নর্থ ম্যাসিডোনিয়া ১-০ ব্যবধানে জয়ী হয় লাটভিয়ার বিরুদ্ধে এবং ফেরো আইল্যান্ড আর্মেনিয়াকে ১-০ গোলে পরাজিত করে। এই গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নর্থ ম্যাসিডোনিয়া। ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ফেরো আইল্যান্ড। আর্মেনিয়া এবং লাটভিয়ার পয়েন্ট ৪। কিন্তু গোলপার্থক্যের বিচারে তৃতীয় স্থানে আর্মেনিয়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে উয়েফা নেশনস লিগের 'হাইভোল্টেজ' ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নামবে পর্তুগাল, স্পেন খেলবে ডেনমার্কের বিরুদ্ধে, স্কটল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া এবং সুইজারল্যান্ড খেলবে সার্বিয়ার বিরুদ্ধে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন