Paris Olympics 24: নীরজ সোনা জিতলেই সকলের জন্য ভিসা ফ্রী! ঘোষণা বেসরকারি ভিসা সংস্থার সিইও-র

People's Reporter: অ্যাটলাইস নামের এক বেসরকারি সংস্থার সিইও মোহক নাহতা বলেন, “নীরজ চোপড়া অলিম্পিকে সোনা জিতলে আমি ব্যক্তিগত উদ্যোগে সকলের ভিসা বিনামূল্যে করিয়ে দেব”।
নীরজ চোপড়া
নীরজ চোপড়াফাইল চিত্র - সংগৃহীত
Published on

নীরজ চোপড়া সোনা জিতলেই সকল গ্রাহককে বিনামূল্যে ভিসা প্রদান করবে অ্যাটলাইস নামক এক বেসরকারি ভিসা সংস্থা। সোশ্যাল মিডিয়ায় এমনই ঘোষণা করেছেন সংস্থার সিইও মোহকা নাহতা।

২০২০ টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন ভারতের ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। চলতি অলিম্পিক্সেও সকলের আশা তাঁর হাত ধরে ফের ভারত সোনা পাবে। আর এবার নীরজ সোনা জিতলেই সকলে বিনামূল্যে করাতে পারবেন ভিসা! এমনই প্রতিশ্রুতি দিয়েছে এক সংস্থা।

অ্যাটলাইস নামের এক বেসরকারি সংস্থার সিইও মোহক নাহতা বলেন, “নীরজ চোপড়া অলিম্পিকে সোনা জিতলে আমি ব্যক্তিগত উদ্যোগে সকলের ভিসা বিনামূল্যে করিয়ে দেব”।

https://www.linkedin.com/in/mohaknahta?trk=public_post_embed_feed-actor-name

তবে বেশকিছু শর্ত দিয়েছেন ওই সংস্থার সিইও। ভ্রমণের জন্য বিশ্বের যেকোনও দেশে ভিসা বিনামূল্যে করা হবে। এই অফারটি নেওয়ার জন্য গ্রাহকদের মোহক নাহতার পোস্টে গিয়ে কমেন্টে নিজেদের ইমেইল আইডি দিতে হবে। তিনি জানান, 'আমরাই নতুন অ্যাকাউন্ট তৈরি করে সকলের ভিসা তৈরি করে দেব। অফারটি থাকবে শুধুমাত্র নীরজ চোপড়ার মূল ইভেন্টের দিন, সোনা জেতার পর।'

প্রসঙ্গত, মঙ্গলবার জ্যাভলিনে ফাইনাল রাউন্ডে যোগ্যতা অর্জনের জন্য নামছেন নীরজ চোপড়া। ২০২০ টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি। ফলে এই অলিম্পিক্সেও নীরজকে নিয়ে স্বপ্ন দেখছে দেশবাসী। তবে এবার সোনা জেতা কিছুটা হলেও চ্যালেঞ্জ নীরজের কাছে। কারণ অলিম্পিক্সে অংশ নিয়েছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তিনিও অত্যন্ত ভালো থ্রো করতে পারেন। ৮ আগস্ট জ্যাভলিনের ফাইনাল প্রতিযোগিতা হবে। আরও একটি পদকের আশায় দেশবাসী।

নীরজ চোপড়া
Manu Bhaker: ২ দিনের মধ্যে ভাঙা হবে বাড়ি! সরকারি নোটিশ পেয়েই অলিম্পিক ছেড়ে দেশে ফিরলেন মনুদের কোচ
নীরজ চোপড়া
Paris Olympics 24: নোয়ার গতিতে হার জামাইকার! তবে অক্ষত বোল্টের রেকর্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in