ফরাসী ওপেনের দ্বিতীয় রাউন্ডের আগেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন নাওমি ওসাকা। এবার জাপানী টেনিস সেনসেশনের সমর্থনে মুখ খুললেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। ওসাকার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার ওসাকা ইস্যুতে জকোভিচ জানান, "আমি তাকে সমর্থন করি। আমি মনে করি এটার জন্য তিনি খুব সাহসী ছিলেন। আমি সত্যিই খুব দুঃখিত যে তিনি এখন কষ্টের সময় অতিবাহিত করছেন এবং মানসিক ভাবেও ভুগছেন।"
ওসাকার কষ্টটা জোকারের কাছে অজানা নয়। গত ইউএস ওপেনে লাইন রেফারিকে বল দিয়ে মারার জেরে টুর্নামেন্ট থেকে ছেঁটে ফেলা হয় তাঁকে। এই সময় জোকার হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং কোনো সাংবাদিক সম্মেলন করতে চাইতেন না বলে জানান। তাই ওসাকার সরে যাওয়া প্রসঙ্গে জোকার বলেন, "আমি অবশ্যই বলবো যে তার দিক থেকে এটা খুব সাহসী সিদ্ধান্ত। যদি সে যেটা করতে চায় এবং তার জন্য সময়ের প্রয়োজন হয় তবে তাকে আমি শ্রদ্ধা করি। আমি মনে করি তিনি আরও শক্তিশালী হয়ে ফিরবেন।"
সেইসঙ্গে সার্বিয়ান নম্বর ওয়ান আরও জানান সংবাদমাধ্যমের সাহায্যে খেলোয়াড়রা ফ্যানেদের সাথে যুক্ত হতে পারেন। এর প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তবে সংবাদমাধ্যমই একমাত্র পথ নয় ফ্যানেদের সাথে সংযোগ স্থাপনের। খেলোয়াড়রা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাহায্যে ফ্যানেদের সাথে যোগাযোগ রাখতে সক্ষম।
রোলাঁ গ্যারোতে নিয়ম না মেনে সাংবাদিক সম্মেলন করবেন না বলে জানিয়েছিলেন জাপানী টেনিস তারকা নাওমি ওসাকা। প্রথম রাউন্ডে জয়ের পর কথা মতো মিডিয়া বয়কট করেন। ফলস্বরূপ ১৫,০০০ ইউএস ডলার জরিমানা দিতে হয় তাঁকে। এরপরেই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন ওসাকা। কারণ হিসেবে ওসাকা জানিয়েছেন তিনি দীর্ঘ সময় ধরে মানসিক অবসাদে ভুগছেন এবং কিছুদিন কোর্ট থেকে দূরে থাকতে চাইছেন।
ওসাকার এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মারটিনা নাভ্রাতিলোভা, সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস প্রমুখ খ্যাতনামা বর্তমান ও প্রাক্তন টেনিস তারকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন