সদ্য মাদ্রিদ ওপেন জিতে প্রথম আরব মহিলা হিসাবে ইতিহাস গড়েছিলেন ওন্স জাবেউর। ২০২২ সালে ক্লে কোর্টে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকা জাবেউর ষষ্ঠ বাছাই হিসেবে নেমেছিলেন রোলাঁ গারোতে। তবে ফেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই বিশ্বের ৫৬ নম্বর স্প্যানিশ তারকা ম্যাগদা লিনেটের কাছে হেরে বিদায় নিতে হলো জাবেউরকে। একইদিনে পুরুষদের সিঙ্গলসেও ঘটলো বড় অঘটন। দু'বারের রানার্স আপ ডমিনিক থিয়েম প্রথম রাউন্ডেই বলিভিয়ার ৮৭ নম্বর তারকা হুগো ডেলিয়ানের কাছে হেরে বিদায় নিলেন।
মহিলাদের সিঙ্গলসে লিনেটের বিপক্ষে প্রথম সেটে সহজ জয় পেয়েছিলেন জাবেউর। দ্বিতীয় সেটে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে কামব্যাক করেন লিনেট। তৃতীয় সেটে জাবেউরকে হতবাক করে ম্যাচ জিতে নেয় পোলিশ তারকা ম্যাগদা লিনেট। ২ ঘন্টা ২৪ মিনিটের লড়াইয়ে লিনেটের পক্ষে ম্যাচের ফলাফল, ৩-৬, ৭-৬(৭-৪), ৭-৫ ।
অন্যদিকে ২০২০ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং রোলাঁ গারোর দু'বারের রানার্স আপ ডমিনিক থিয়েম প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন। বলিভিয়ার হুগো ডেলিয়ানের কাছে হারলেন ৬-৩, ৬-২, ৬-৪ সেটে। ডেলিয়ানের কাছে দাঁড়াতেই পারলেন বিশ্বের প্রাক্তন তিন নম্বর অস্ট্রিয়ান তারকা।
মার্চে পাঁজরের চোট সারিয়ে কোর্টে ফেরার পর এখনও নিজেকে গুছিয়ে নিতে পারেননি থিয়েম। টানা দশটি ট্যুর লেভেল ম্যাচ হেরেছেন তিনি। শেষ জয় এসেছিলো এক বছর আগে ইতালিয়ান ওপেনে। থিয়েমের বর্তমান পারফর্ম্যান্স যে হতাশাজনক তা আর বলার অপেক্ষা রাখেনা। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত পাঁচ বছরে রোলাঁ গারোর অন্তত কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ডমিনিকের প্রথম রাউন্ডেই বিদায় মেনে নিতে পারছেন না টেনিস সমর্থকরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন