French Open 21: জাপানী প্রতিপক্ষ সায়াকা তাকাহাশির কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় পিভি সিন্ধুর

নিবার প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় সিন্ধুকে। অন্যদিকে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের ১৫ নম্বর তারকা সায়াকা তাকাহাশি।
পিভি সিন্ধু
পিভি সিন্ধুছবি সৌজন্যে BAI Media-এর ট্যুইটার হ্যান্ডেল
Published on

ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিলেন ভারতের হয়ে জোড়া অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধুর। সেমিফাইনালে জাপানী প্রতিপক্ষ সায়াকা তাকাহাশির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। শনিবার প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হতাশ হতে হয় সিন্ধুকে। অন্যদিকে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ফাইনালে পৌঁছে গেলেন বিশ্বের ১৫ নম্বর তারকা সায়াকা তাকাহাশি।

সেমিফাইনালের এই ম্যাচে প্রথম সেটে ২১-১৮ গেমে জিতে শুরু করেন হায়দরাবাদি শাটলার। তবে শেষ দুই সেট ২১-১৬, ২১-১২ গেমে জিতে বাজিমাৎ করেন ২০১৩ এবং ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী সায়াকা। এই নিয়ে আট বারের সাক্ষাৎে সায়াকার কাছে চার বার হারলেন সিন্ধু। ওডেন্সে গত সপ্তাহে ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। এবার ফেঞ্চ ওপেন থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বিশ্বের সাত নম্বর তারকাকে।

মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে অষ্টম বাছাই থাইল্যান্ডের বুসানান ওমবামরুঙ্গফানকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে শেষ চারের লড়াইয়ে পৌঁছে ছিলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতীয় তারকা। বিশ্বের ১৩ নম্বর তারকাকে ২১-১৪, ২১-১৪ গেমে পরাজিত করেছিলেন সিন্ধু। তার আগে বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্বের ২৪ নম্বর তারকা ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসনকে স্ট্রেট গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ৩৭ মিনিটের ওই ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধু ডেনিশ প্রতিপক্ষকে হারিয়েছিলেন ২১-১৯, ২১-৯ সেটে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in