সম্পূর্ণ টেনিস বিশ্বের চোখ ছিলো এই ম্যাচের দিকে। একদিকে 'ক্লে কোর্টের রাজা' অন্যদিকে সার্বিয়ান নম্বর ওয়ান। রাফায়েল নাদালের সঙ্গে ফরাসি ওপেনের লাল মাটির কোর্টের একটা অন্তরের সম্পর্ক। রেকর্ড ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন 'স্প্যানিশ বুল'। হাইভোল্টেজ ম্যাচের প্রথম সেটে রাজত্ব করেন নাদালই। তবে দ্বিতীয় সেট থেকেই নিজের দক্ষতার পরিচয় দেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। শেষ তিন সেটে জয় নিয়ে রোলাঁ গারোতে নাদালকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ফাইনালে পৌঁছালেন জকোভিচ।
দুই কিংবদন্তীর লড়াই ঘিরে উত্তেজনার পারদ ছিলো তুঙ্গে। নোভাক জোকোভিচ খেলার শেষে বলেন, এটি তাঁর সেরা তিনটি ম্যাচের মধ্যে একটি। প্যারিসের ফিলিপ শাঁত্রীয়ের কোর্টে নাদাল-জোকোভিচের লড়াই চলে দীর্ঘ ৪ ঘন্টা ১১ মিনিট ধরে। খেলার ফলাফল জোকারের পক্ষে ৩-৬, ৬-৩, ৭-৬(৭-৪),৬-২।
প্রথম সেটে ৫-০ ফলে এগিয়ে যান রাফা। তবে এরপরেই ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন জকোভিচ। প্রথম সেটে ৬-৩ ফলে নিজের দখলে রাখলেও দ্বিতীয় সেটেই জকোভিচ জয়ের ধারা ফিরে পায়। এবং শেষ পর্যন্ত ৩-১ সেটে দুরন্ত জয় নিয়ে রোলাঁ গারোর ফাইনালে তিনি।
ফাইনালে নম্বর ওয়ান নোভাক জোকোভিচের প্রতিপক্ষ টুর্নামেন্টের পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোস সিতিসিপাস। গতকাল অপর সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার জভেরভকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন সিতিসিপাস। পাঁচ সেটের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে বাজিমাৎ করেন সিতিসিপাস। খেলার ফলাফল তাঁর পক্ষে ৬-৩, ৬-৩, ৪-৬, ৪-৬, ৬-৩।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন