French Open: মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারোর নতুন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভা

রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে ফরাসি ওপেন তথা কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। খেলার ফলাফল ক্রেজসিকোভার পক্ষে ৬-১, ২-৬, ৬-৪।
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভা
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভাছবি রোলাঁ গারো ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মহিলাদের সিঙ্গলসে রোলাঁ গারো পেলো নতুন চ্যাম্পিয়ন। রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারিয়ে ফরাসি ওপেন তথা কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা। ম্যাচ চলে ১ ঘন্টা ৫৮ মিনিট ধরে। খেলার ফলাফল ক্রেজসিকোভার পক্ষে ৬-১, ২-৬, ৬-৪।

ফিলিপ শাঁত্রীয়েরে চমক দেখিয়ে মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে উঠেছিলেন টুর্নামেন্টের ৩২ নম্বর বাছাই আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা এবং ৩৩ নম্বর বাছাই বারবোরা ক্রেজসিকোভা। দুজনের সামনেই ছিলো প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ নেওয়ার। তবে নিজের ৫২ তম গ্র্যান্ড স্ল্যামে এসে ফাইনালে পৌঁছানো পাভলিউচেঙ্কোভা ফিরলেন খালি হাতেই। অন্যদিকে পঞ্চম গ্র্যান্ড স্ল্যামেই বাজিমাৎ করলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজসিকোভা।

ফাইনালে প্রথম সেটে ৬-১ ব্যবধানে জয় পায় ক্রেজসিকোভা। তবে দ্বিতীয় সেট ৬-২ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান পাভলিউচেঙ্কোভা। কিন্তু তৃতীয় সেটে শেষরক্ষা হয়নি রাশিয়ান তারকার। রোলাঁ গারোতে চেক প্রজাতন্ত্রের জয়ধ্বজা উড়লো তৃতীয় সেটে ক্রেজসিকোভার ৬-৪ ব্যবধানে জয়ের মধ্যে দিয়েই।

আগামীকাল পুরুষদের সিঙ্গেলসের হাইভোল্টেজ ফাইনালে মাঠে নামছেন সার্বিয়ান নম্বর ওয়ান নোভাক জোকোভিচ এবং টুর্নামেন্টের পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোস সিতিসিপাস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in