ফের বর্ণবাদী মন্তব্যের শিকার হলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। গতরাতে মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে ভিনিকে উদ্দেশ্য করে 'বানর' বলে ডেকেছেন মায়োর্কার সমর্থকরা। ডিএজেডিএন নামক এক ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানি পোস্টকৃত এক ভিডিওতে এই ঘটনা স্পষ্ট প্রকাশ পেয়েছে।
স্প্যানিশ টপ ফ্লাইট একটি বিবৃতিতে জানিয়েছে, "আরও একবার রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের ওপর অসহনীয় বর্ণবাদী অপমান পরিলক্ষিত হয়েছে। লা লিগা হোম ক্লাবের সাথে কাজ করছে দোষীদের চিহ্নিত করতে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে।"
বর্ণবিদ্বেষের শিকার এই প্রথমবার হলেন না ভিনিসিয়াস। স্প্যানিশ পুলিশ বর্তমানে জানুয়ারির একটি ঘটনা তদন্ত করছেন, যেখানে কোপা দেল রে-তে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডের সামনে একটি সেতু থেকে ভিনিসিয়াসের কুশপুত্তলিকা টাঙিয়ে দেওয়া হয়েছিল।
ডিসেম্বরে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে দুর্ব্যবহারের পর ভিনিসিয়াস স্প্যানিশ লা লিগায় বর্ণবাদীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন। ব্রাজিলিয়ান তারকা বলেছিলেন, "বর্ণবাদীরা খেলা চালিয়ে যেতে থাকে এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্লাবকে সামনে থেকে দেখে। কিন্তু লা লিগা কিছুই করতে পারে না। আমি মাথা উঁচু করে চালিয়ে যাব এবং আমার এবং মাদ্রিদের বিজয় উদযাপন করব।"
মায়োর্কার মাঠে গতকাল দশবার ফাউলের শিকার হয়েছেন ভিনিসিয়াস। চলতি মরশুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন তিনি। এ প্রসঙ্গে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, "আমি মনে করি যা কিছু ঘটছে এবং যা ঘটেছে তাতে ভিনির কোনো দোষ নেই, ভিনি শুধু ফুটবল খেলতে চায়। এর বাইরেও উত্তেজনার পরিবেশ রয়েছে। তারা তাঁকে ফাউল করে যাচ্ছে, এটাই হচ্ছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন