Mohun Bagan: 'সত্যিই গর্বের' - মোহনবাগান রত্ন পাচ্ছেন জেনে উচ্ছ্বসিত গৌতম সরকার

গৌতম সরকার বলেন, ইস্টবেঙ্গল আর মোহনবাগান বরাবরই আমার হৃদয় জুড়ে রয়েছে। এদের থেকে সম্মান পাওয়া সত্যিই গর্বের। দুই ক্লাব আরও এগিয়ে যাক।
গৌতম সরকার
গৌতম সরকারছবি - সংগৃহীত
Published on

মোহনবাগান রত্ন পেতে চলেছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। মন্দারমণিতে মোহনবাগানের কার্যকরী কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন মোহনবাগানের অধিনায়কত্ব করেছিলেন গৌতম সরকার। বাংলা দল এবং জাতীয় দলের হয়েও খেলেছেন গৌতম।

এবার ২৯ জুলাই মহরম থাকায় সেদিনের পরিবর্তে মোহনবাগান রত্ন প্রদান অনুষ্ঠান হবে ৩০ জুলাই। ২৯ জুলাই শুধুমাত্র প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ হবে। চলতি বছর অনেকের নাম থাকলেও এই সম্মান দেওয়া হচ্ছে গৌতম সরকারকে।

পেলের কসমসের বিরুদ্ধে ইডেনে মোহনবাগানের হয়ে খেলেছিলেন তিনি। পেলে তাঁর খেলার প্রশংসাও করেছিলেন। ১৯৭২ সালে ইস্টবেঙ্গল ক্লাব দিয়ে যাত্রা শুরু হয় তাঁর। পাঁচ মরসুম ইস্টবেঙ্গলে কাটিয়ে মোহনবাগানে ১৯৭৭ সালে যান। ১৯৮৩ সাল পর্যন্ত মোহনবাগানে খেলেন সাফল্যর সঙ্গে।

উচ্ছ্বসিত গৌতম এই প্রসঙ্গে জানান, '১৯৭৬ সালে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন হয়েছিলাম। ১৯৮৩ সালে মোহনবাগানের ক্যাপ্টেন। দুই প্রধানে নেতৃত্ব দেওয়ার এমন সুযোগ খুব বেশি ফুটবলার পায়নি। ঠিক যেমন ইস্টবেঙ্গলের লাইফটাইম অ্যাচিভমেন্ট পাওয়ার পরই মোহনবাগান রত্ন হলাম। ইস্টবেঙ্গল আর মোহনবাগান বরাবরই আমার হৃদয় জুড়ে রয়েছে। এদের থেকে সম্মান পাওয়া সত্যিই গর্বের। দুই ক্লাব আরও এগিয়ে যাক।'

এছাড়া জীবনস্বীকৃতি পাচ্ছেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বছরের সেরা ফুটবলার আইএসএলে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করা গোলকিপার বিশাল কাইথ, সেরা ক্রিকেটার অর্ণব নন্দী, সেরা অফিসিয়াল, যা প্রাক্তন বাগান সচিব অঞ্জন মিত্রর নামে দেওয়া হয়, তা পাচ্ছেন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচাৰ্য, সেরা ক্রীড়া সংবাদিক জয়ন্ত চক্রবর্তী, সুভাষ ভৌমিকের নামে দেওয়া সেরা স্ট্রাইকার পেত্রাতোস, সেরা যুব ফুটবলার এনজন সিং এবং সেরা হকি প্লেয়ার পুরস্কার পাচ্ছেন নীতিশ নিরুপাই।

গৌতম সরকার
এশিয়ার সেরা তিনে বঙ্গসন্তান, ২০২৬ বিশ্বকাপ পরিচালনা করবে বাংলার প্রাঞ্জল!
গৌতম সরকার
IND vs WI: ‘ভীরু’কে টপকে টেস্ট ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষ ৫-এ কোহলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in