জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য আর কী করতে হবে? সরফরাজকে পরামর্শ দিলেন গাভাসকার!

গাভাসকার বলেন, সরফরাজ খান গত তিন মরশুমে ১০০-র গড়ে স্কোর করেছেন। তাঁকে দলে নেওয়ার জন্য আর কী করতে হবে? তিনি একাদশে নাও থাকতে পারেন, কিন্তু তাঁকে দলে নিন।
সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কারগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নির্বাচকদের ওপর বেজায় চটেছেন দেশের প্রাক্তন তারকারা। আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সৌজন্যে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়রা। অথচ সারা বছর ধরে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো দুর্দান্ত ছন্দে থাকা খেলোয়াড়রা বাইরে। এমনই একজন ক্রিকেটার হলেন সরফরাজ খান।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করা সরফরাজকে উপেক্ষা করা হয়েছে। নির্বাচকদের এই সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। নির্বাচক কমিটির তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি, সরফরাজকে রঞ্জি খেলা বন্ধ করার পরামর্শও দিয়েছেন তিনি।

২০২২-২৩ রঞ্জি মরশুমে অসাধারণ পারফর্ম্যান্স করেছেন সরফরাজ। ছ'ম্যাচে ৯২.৬৬ গড়ে ৫৫৬ রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন তিনটি। ২০২১-২২ মরশুমে ১২২.৭৫ গড়ে করেছিলেন ৯৮২ রান। সেঞ্চুরি করেছিলেন চারটি। অনবদ্য পারফর্ম্যান্স সত্বেও সরফরাজ উপেক্ষিত। সুনীল গাভাসকার এক সংবাদ মাধ্যমে-কে জানান, "ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সরফরাজকে আর কী কী করতে হবে তা তিনি জানেন না।"

গাভাসকার বলেন, "সরফরাজ খান গত তিন মরশুমে ১০০-র গড়ে স্কোর করেছেন। তাঁকে দলে নেওয়ার জন্য আর কী করতে হবে? তিনি একাদশে নাও থাকতে পারেন, কিন্তু তাঁকে দলে নিন। তাঁকে বলুন যে তাঁর পারফরম্যান্স স্বীকৃত হচ্ছে। অন্যথায়, রঞ্জি ট্রফি খেলা বন্ধ করুন। বলুন, এতে কোন লাভ নেই, আপনি শুধু আইপিএল খেলুন এবং মনে করুন আপনি লাল বল খেলার জন্য যথেষ্ট ভালো।"

প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের পরিসংখ্যান চোখে পড়ার মতো। ৩৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৯.৬৫ গড়ে ৩৫০৫ রান করেছেন সরফরাজ। সেঞ্চুরি করেছেন ১৩টি। অথচ ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। অথচ শুধুমাত্র আইপিএলে ভালো পারফর্ম্যান্সের সৌজন্যেই টেস্ট দলে জায়গা করে নিয়েছেন অনেকেই।

সুনীল গাভাস্কার
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাদ পড়লেন পূজারা, ডাক পেলেন এই তরুণ তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in