Sunil Gavaskar: 'ছোটদের সঙ্গে ছোটদের খেলতে দেখতে ভালোই লাগে' - T-20 সিরিজ হার নিয়ে কটাক্ষ গাভাসকারের

সুনীল বলেন, এখন আইপিএল হয়ে তরুণদের মধ্যে খিদে কমে গেছে। ফ্রাঞ্চাইজিগুলি বিপুল পরিমাণ অর্থ খরচ করে তরুণদের কিনছে। যার জেরে তরুণ খেলোয়াড়রা ভালো পারফর্ম্যান্স করছে কেবল পরের মরশুমে চুক্তি বাড়ানোর জন্য।
সুনীল গাভাসকার
সুনীল গাভাসকারছবি - সংগৃহীত
Published on

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হার নিয়ে এবার কটাক্ষের সুর সুনীল গাভাসকারের গলায়। তাঁর কথায় যশস্বী, মুকেশরা এখনও বাচ্চাই রয়েছেন।

হার্দিকের নেতৃত্বাধীন ভারত ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরেছে। যা নিয়ে একাধিক প্রাক্তন তারকা সরব হয়েছিলেন। হার্দিকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনায় এবার মুখ খুললেন 'লিটল মাস্টার' সুনীল গাভাসকার।

একটি কলামে তিনি লিখেছেন, ছোটোদের সাথে ছোটোদের খেলতে দেখলে ভালোই লাগে। এখন আইপিএল হয়ে তরুণদের মধ্যে খিদে কমে গেছে। ফ্রাঞ্চাইজিগুলি বিপুল পরিমাণ অর্থ খরচ করে তরুণদের কিনছে। যার জেরে তরুণ খেলোয়াড়রা ভালো পারফর্ম্যান্স করছে কেবল পরের মরশুমে চুক্তি বাড়ানোর জন্য।

তিনি আরও বলেন, দেশের হয়ে একটা আগ্রাসী মনোভাব বা জেতার খিদে থাকা দরকার। যা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে না। কারণ অনেকে দেখবেন অনূর্ধ্ব-১৯ ম্যাচগুলি খুব ভালো খেলে। কিন্তু সিনিয়র দলে এসে সেই ফর্ম আর থাকে না। এটা অবশ্য তাদের দোষ নয়। কারণ দেশের হয়ে সিনিয়র টিমে খেলার চাপ অনেকেই নিতে পারে না। যারা পারে তারা সফল হয়। নিজের মধ্যে আত্মবিশ্বাস দরকার। সেটা না থাকলে কখনই সফল হওয়া যাবে না।

পাশাপাশি প্রাক্তন তারকা বলেন, আপনাকে এও মনে রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজ দু'বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাই তাদের কাছে হারা লজ্জার কিছু নয়। তারা টি-২০ ক্রিকেটে যথেষ্ট দক্ষ। ক্যারিবিয়ানদের এক একজন প্লেয়ার আইপিএল-র বিভিন্ন দলের জন্য ম্যাচ উইনিং ইনিংস খেলে। ভারতের হয়তো পুরো তরুণ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামাটা উচিত হয়নি। ভারতকে হার থেকে শিক্ষা নিতে হবে। কারণ এক বছর পরেই টি-২০ বিশ্বকাপ রয়েছে।

সুনীল গাভাসকার
Messi: দুরন্ত গোল মেসির, শক্তিশালী ফিলাডেলফিয়াকে হারিয়ে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in