শনিবার পয়লা বৈশাখ। প্রতি বছরের মত এবারেও জাঁকজমক করে ময়দানে পালন করা হবে বারপুজো। মোহনবাগান ক্লাবেও পালন করা হবে বারপুজো। আর এবার গঙ্গাপাড়ের ক্লাবে বড় পাওনা তাঁদের নতুন গেট উদ্বোধন।
পালতোলা নৌকার আদলে নতুন গেট উদ্বোধন করতে আসবেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। এই গেটের নাম দেওয়া হয়েছে মোহনবাগান রত্ন প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে।
১৪ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ইডেনে। কমেন্ট্রি করতে ইডেনে থাকবেন সানি। পরের দিন সকাল ৯.৩০ মিনিটে এই গেটের উদ্বোধন করবেন গাভাসকর। বারপুজোর পরে বেলা ১১.৩০ মিনিটে ব্যান্ড দোহার সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। যদিও মোহনবাগান ফুটবল দল সুপার কাপ খেলতে কেরালাতে থাকায় থাকতে পারবে না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও উপস্থিত থাকবেন গোস্বামী সহধর্মিনী বাসন্তী গোস্বামী, প্রখ্যাত খেলোয়াড় বলাই দে, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, সুশীল সিংহ, বিক্রমজিৎ দেবনাথ, জেভিয়ার পায়াস, দিপেন্দু বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ক্রীড়াবিদরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন