মেক্সিকান ওপেনের ডাবলসে হারের পর নিজেকে শান্ত রাখতে পারলেন না জার্মান টেনিস তারকা আলেক্সান্ডার জভেরেভ। এমন ঘটনা ঘটালেন যা এর আগে কোনো টেনিস খেলোয়াড় ঘটিয়েছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হতে পেরে অনেক তারকাই কোর্টে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে জভেরেভ বুধবার মেজাজ হারিয়ে চেয়ার আম্পায়ারকে কটূক্তি করার পাশাপাশি ম্যাচ ছাড়ার সময় আম্পায়ারের চেয়ারে র্যাকেট আছড়েও মারেন। জভেরেভের এই অখেলোয়াড় সুলভ আচরণের পর আকাপুলকো ইভেন্ট থেকে জার্মান তারকাকে বহিষ্কার করেছে এটিপি।
আকাপুলকোয় মেক্সিকান ওপেনের ডাবলসে ব্রাজিলের মার্সেলো মেলোকে সঙ্গে নিয়ে কোর্টে নেমেছিলেন জভেরেভ। যেখানে ব্রিটিশ-ফিনিশ জুটি জুটি লয়েড গ্লাসপুল এবং হ্যারি হেলিওভেরার কাছে ২-৬, ৬-৪, ৬-১০ সেটে পরাজিত হন। ম্যাচ চলাকালীন চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তে এদিন এতটাই ক্ষুব্ধ হন যে নিজের মেজাজ হারিয়ে ধুন্ধুমার কান্ড ঘটিয়ে বসেন।
ম্যাচ চলাকালীন একটি লাইন কল নিয়ে আম্পায়ারের প্রতি ক্ষুব্ধ হন জভেরেভ। সেখানেই চিৎকার জুড়েন তিনি। এরপর রীতিমত কটূক্তি করতে থাকেন জার্মান তারকা। এখানেই শেষ নয়, র্যাকেট নিয়ে ক্রমাগত চেয়ার আম্পায়ারের চেয়ারে আঘাত করতে থাকেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। অল্পের জন্য বড় আঘাতের হাত থেকে রক্ষা পেয়েছেন আম্পায়ার।
বিশ্বের তিন নম্বর টেনিস খেলোয়াড়ের এমন আচরণ দেখে বিস্মিত হয়ে পড়ে সকলেই। এটিপি দেরী না করেই আকাপুলকো ইভেন্ট থেকে বহিষ্কার করেন জভেরেভকে। এটিপি বিজ্ঞপ্তি জারি করে জার্মান তারকাকে বহিষ্কারের কথা জানান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন