হাঙ্গেরীকে হারিয়ে ইউরো কাপের শেষ ১৬-তে জার্মানি। তবে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
জমে উঠেছে উয়েফা ইউরো ২০২৪। অনেকেই ভেবেছিলেন পর্তুগাল, জার্মানি, ক্রোয়েশিয়া, ইটালি বড় বড় ফুটবল দল বলে সহজেই জয় অর্জন করতে পারবে। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো হচ্ছে। অপেক্ষাকৃত 'দুর্বল' দলগুলি সমানে সমানে টক্কর দিচ্ছে বড় দলগুলিকে।
বুধবার গ্রুপ এ-তে হাঙ্গেরীর মুখোমুখি হয়েছিল জার্মানি। ২২ মিনিতে জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। হাঙ্গেরী একাধিক সুযোগ পেলেও জার্মান গোলের নীচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন ম্যানুয়েল ন্যুয়ার। বার বার ন্যুয়ারের গ্লাভসে আটকে যাচ্ছিল হাঙ্গেরী প্লেয়ারদের শট। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান গুন্ডোগান।
গ্রুপ এ-তে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে জার্মানি। ফলে প্রথম দল হিসেবে ইউরোর রাউন্ড অফ ১৬তে উঠলো জার্মানি। অন্যদিকে সুইজারল্যান্ড এবং স্কটল্যান্ড ম্যাচ ড্র হওয়ায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। স্কটল্যান্ডের পয়েন্ট ১ এবং হাঙ্গেরী খাতা খুলতে পারেনি।
জার্মানির পরবর্তী ম্যাচ রয়েছে সুইজারল্যান্ডের সাথে (২৪ জুন)। সেই ম্যাচ জিতলেই গ্রুপ শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে জার্মানরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন