আবারও ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়োভানি ইনফান্তিনো। এই নিয়ে টানা তিনবার ফিফার সর্বোচ্চ পদ পেলেন তিনি। নতুন মেয়াদে ২০২৭ সাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন ইনফান্তিনো।
দুর্নীতির সঙ্গে জড়ানোর পর ২০১৬ সালে নানা অভিযোগে বিপর্যস্ত হওয়া শেপ ব্লাটারের জায়গায় ফিফার সভাপতি হন ইনফান্তিনো। তাঁর কাজ প্রশংসিত হয় ফুটবল মহলে। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ৫২ বছর বয়সী 'জিয়ান্নি'।
ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে ইনফান্তিনো বলেন, "আমি ফুটবল খেলিয়ে সমস্ত দেশ, ফিফার সদস্য দেশের সমস্ত প্রতিনিধিদের ভালোবাসা জানাই। ফিফা প্রেসিডেন্ট হওয়া সত্যিকার দারুণ সম্মানের বিষয়। এটা একটা বিরাট বড় দায়িত্ব। আপনাদের সকলের সমর্থন পেয়ে দারুণ লাগছে। আমি আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি বিশ্ব জুড়ে ফিফা এবং ফুটবলের জন্য কাজ চালিয়ে যাব। ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনদের পূর্ণ সমর্থন করব।"
২০২৬ সালে বসছে আগামী বিশ্বকাপের আসর। যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো এবং কানাডা। কাতার বিশ্বকাপের সময়েই ইনফান্তিনো জানিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাবে ফর্ম্যাট। ৩২ এর জায়গায় ৪৮ দল খেলবে মূলপর্বে। সেই সিদ্ধান্ত একপ্রকার নিশ্চিতই। এখন শুধু অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন