মঙ্গলবার আমেদাবাদে গুজরাট টাইটানসকে হারিয়ে আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ডে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে এক আসনে বসেছে মহেন্দ্র সিং ধোনির দল। শিরোপা জয়ের পরে নিজের অবসর প্রসঙ্গে বড় আপডেট দিলেন 'থালা' ধোনি।
মহেন্দ্র সিং ধোনি জানান, এবার তাঁর অবসর ঘোষণা করা 'সহজ' হবে, তবে তিনি আগামী নয় মাস অনুশীলন করতে চান এবং পরের মরসুমে খেলার চেষ্টা করতে চান। ধোনির তরফ থেকে ভক্তদের জন্য এটা তাঁর বড় 'উপহার'।
ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে ধোনি বলেন, 'যদি সবদিক বিচার করে দেখা যায়, তাহলে এটাই আমার অবসর গ্রহণের একেবারে সঠিক সময়। আমার কাছে আপাতত সবথেকে সহজ কাজ হল আপনাদের ধন্যবাদ জানিয়ে অবসর গ্রহণ করা। তবে আপনাদের যা ভালোবাসা, স্নেহ পেয়েছি সেদিক থেকে দেখতে গেলে আরও ৯ মাস অনুশীলন করে আরও একটি আইপএল মরশুমের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে'।
তিনি আরও বলেন, আমার শরীর কতটা সাহায্য করে, সেটা অবশ্যই দেখতে হবে। সিদ্ধান্ত নিতে ৬-৭ মাস সময় লাগবে। এটা আমার জন্য সহজ নয় কিন্তু তারা যেভাবে তাদের ভালোবাসা ও স্নেহ দেখিয়েছে, সেইদিকে তাকিয়ে এটা তো আমি করতেই পারি।
এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পর থেকেই ধোনি সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন, কারণ সকলেই ধারণা করেছিলেন এটা হয়তো ধোনির শেষ আইপিএল। কিন্তু ফাইনাল জিতে ফ্যানদের উদ্দেশ্যে অন্য বার্তা দিলেন তিনি। এবার আইপিএল জিতে অধিনায়ক হিসেবে রোহিত শর্মার সমান পঞ্চম ট্রফি অর্জন করেছেন তিনি। গতকাল রুদ্ধশ্বাস ফাইনালে পাঁচ উইকেটে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানসকে হারায় চেন্নাই সুপার কিংস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন